শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
কেন বাড়ছে সামাজিক অস্থিরতা

মোবাইল আসক্তি পরিবারে মানসিক সমস্যা তৈরি করছে

অ্যাডভোকেট এলিনা খান, মানবাধিকার নেত্রী

মোবাইল আসক্তি পরিবারে মানসিক সমস্যা তৈরি করছে

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগে পারিবারিক সহিংসতার ঘটনাগুলো যৌতুক বা স্বামী-স্ত্রীর পরকীয়ার সম্পর্কের কারণে ঘটলেও এখন এর ব্যাপ্তি বৃদ্ধি পেয়েছে। এখন মানুষের মোবাইল আসক্তি বৃদ্ধির কারণে একটি পরিবারের সব সদস্যই এক ধরনের মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে পারিবারিক জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। আবার মহামারীর কারণে অর্থনৈতিক ধস নেমেছে। এ জন্য অর্থনৈতিক সমস্যার কারণে পারিবারিক জটিলতা সৃষ্টি হচ্ছে। বাবার বাড়ি  থেকে মেয়েদের সম্পত্তি না দেওয়ার মন-মানসিকতার কারণেও সমস্যা সৃষ্টি হচ্ছে। আবার কোনো কারণে স্বামীর মৃত্যুর পরও মেয়েরা সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে। এই জটিলতায় অনেক নারী অনিরাপত্তা থেকে তার ছোট সন্তানসহ আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে। আবার স্বামীরা তার স্ত্রীকে পরকীয়ার জন্য সন্দেহ করছে যা জটিল এক মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করছে। কিন্তু মনস্তাত্ত্বিক এই সমস্যা সমাধানে আমাদের পরিবার ও রাষ্ট্র থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যার ফলে পারিবারিক সহিংসতার এই ঘটনাগুলো একের পর এক ঘটছে। আশঙ্কা করর্ছি এই ঘটনাগুলো ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর