শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কিউকমের সিইও রিপন কারাগারে

আদালত প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় প্রতারণার মামলায় রিমান্ড শেষে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক রুহুল আমিন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে গত ১৩ অক্টোবর ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে এক ভুক্তভোগী কিউকমের মালিক মো. রিপন মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে পল্টন থানায় একটি মামলা করেন। এ মামলায় গত ৩ অক্টোবর রিপন মিয়াকে গ্রেফতার করা হয়। পরদিন পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার মামলায় আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর