রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রুখতে হবে দাঙ্গা বাধানোর চক্রান্ত

মাওলানা ইউনুছ আহমাদ

রুখতে হবে দাঙ্গা বাধানোর চক্রান্ত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, কুমিল্লার নানুয়ার দিঘীরপাড় পূজামন্ডপে পবিত্র কোরআনের অবমাননা করে দেশে ধর্মীয় দাঙ্গা-হাঙ্গামা বাধানোর চক্রান্ত রুখে দিতে হবে। তিনি বলেন, পূজামন্ডপে মূর্তির পায়ের নিচে মহাগ্রন্থ আল কোরআন রেখে অবমাননার নিন্দা ও প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। পূজামন্ডপে পবিত্র কোরআন অবমাননা করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এবং নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, ৯২ ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় যে নিরাপত্তা ও অতিমাত্রায় নাগরিক সুবিধা ভোগ করছে বিশ্বে এমন দৃষ্টান্ত নজিরবিহীন। তারপরও কিছু স্বার্থান্বেষী চিহ্নিত মহল বারবার ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত করে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে। কুমিল্লার ঘটনা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে। এ পরিস্থিতিতে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দায়িত্ব প্রশাসনের। প্রশাসন যত দ্রুত ঘটনার মূল রহস্য বের করতে পারবে ততই দেশ ও জাতির জন্য মঙ্গল হবে। মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিক্ষুব্ধ জনতার প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে বহুসংখ্যক ধর্মপ্রাণ মানুষ আহত হওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে পবিত্র কোরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় উদ্ভূত যে কোনো পরিস্থিতির জন্য প্রশাসনকেই এর দায়ভার গ্রহণ করতে হবে।

সর্বশেষ খবর