রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পা দেওয়া যাবে না ষড়যন্ত্রে

মঞ্জুরুল ইসলাম আফেন্দী

পা দেওয়া যাবে না ষড়যন্ত্রে

কুমিল্লায় পূজামন্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করা এবং কোনো প্রকার ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যেখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে। সেখানে কুমিল্লার পূজামন্ডপে পবিত্র কোরআনের অবমাননাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আমরা মনে করি, এটি মুসলমান এবং বাংলাদেশে আবহমানকাল থেকে চলে আসা ধর্মীয় সম্প্রীতির ওপর পরিকল্পিত আঘাত। তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে পুরো ঘটনাটি গভীর এক ষড়যন্ত্র। তাই অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, চরম ধৃষ্টতাপূর্ণ এ ঘটনাকে কেন্দ্র করে দেশের কোথাও কোনো পূজামন্ডপে ভাঙচুর এবং সহিংসতা করা কাম্য নয়। প্রতিবাদকারী মুসলিম জনতার প্রতিবাদ হওয়া চাই সম্পূর্ণরূপে অহিংস ও শান্তিপূর্ণ।

সর্বশেষ খবর