রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল সাতজনের

প্রতিদিন ডেস্ক

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল সাতজনের

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল কয়েকজনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ময়মনসিংহেই দুই বাসের প্রতিযোগিতার বলি হয়েছেন একই পরিবারের চারজনসহ মোট সাতজন। আমাদের প্রতিনিধিদের পাঠানো বিবরণ-

ময়মনসিংহ : দুই বাসের প্রতিযোগিতার কারণে ময়মনসিংহের ত্রিশালের চেলেরঘাট এলাকায় সড়কে ঝড়েছে সাতটি তাজা প্রাণ। এদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। গতকাল বেলা সোয়া ৩টার দিকে ঘটা দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহসড়কে যান চলাচল বন্ধ ছিল। ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন জানান, প্রতিযোগিতা করে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে চাইছিল। এ সময় চেলেরঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা সোনাই পরিবহনের একটি বিকল ড্রাম ট্রাকে দুর্ঘটনাকবলিত বাসটির পেছনের অংশে ধাক্কা লাগে। এতে বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একই পরিবারের পাঁচজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে একজন ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যান। নিহতরা হলেন- ফজলুল হক (৩২), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আবদুল্লাহ (৬), তাদের মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫)। এরা সবাই ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের বাসিন্দা। এ ছাড়া হেলেনা (৪০) ও সিরাজ (৩৫) মারা যান। দুর্ঘটনাকবলিত বাসটি শেরপুরগামী ছিল। তবে অপর প্রতিযোগী বাসের নাম জানা যায়নি। দাঁড়িয়ে থাকা সোনাই পরিবহনের চালক ইয়াসিন আলী জানান, সোনাই পরিবহনে পাথর নিয়ে ময়মনসিংহ আসছিলাম। চেলেরঘাট এলাকায় এলে আমার ট্রাকের ডান পাশের সামনের চাকা ফেটে যায়। এ সময় ট্রাকটিকে রাস্তার ডান পাশে সাইড করে সতর্ক সংকেত হিসেবে গাছের ডাল টানিয়ে দেই। এর কিছুক্ষণ পর দুটি বাস প্রতিযোগিতা করে ঢাকা থেকে আসতে থাকে। একটি বাস অপরটিকে ওভারটেক করতে গিয়ে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকটিকে ধাক্কা দেয়। ব্রাহ্মণবাড়িয়া : গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আবদুল খালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কলেজপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) গাড়িচালক ছিলেন। জানা গেছে, এদিন বিকালে আবদুল খালেক শহরের অবকাশ পার্কের মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধানী অবস্থায় রাতে মৃত্যু হয়। চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী রাস্তার মাথা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ১৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, দুপুরে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এ সময় বাসে থাকা ১৫ যাত্রী আহত হন। খাদে পানি থাকায় আহতদের উদ্ধার করতে বেগ পেতে হয়েছে। তরে কেউ মারা যাননি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।

 

সর্বশেষ খবর