মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

দৌলতদিয়া ফেরিঘাটে জট, পারের অপেক্ষায় শত শত যানবাহন

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া ফেরিঘাটে জট, পারের অপেক্ষায় শত শত যানবাহন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কয়েক দিন ধরে তীব্র যানজট রয়েছে। ফলে ঘাট এলাকায় পারের অপেক্ষায় আটকা পড়েছে শত শত যানবাহন।

গতকাল দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা গেছে, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া দৌলতদিয়া ঘাটকে যানজটমুক্ত রাখতে প্রায় ১২ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আটকে রাখা হয়েছে আরও প্রায় ২ শতাধিক যানবাহন। সবমিলিয়ে ফেরিপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। গোয়ালন্দ মোড়ে আটকে পড়া ট্রাক চালক দীপক তালুকদার বলেন, প্রায় ১২ ঘণ্টা গোয়ালন্দ মোড় এলাকায় আটকে রয়েছি। যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করার কারণে আমাদের ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) সহকারী পরিচালক খোরশেদ আলম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৯টি ফেরি চলাচল  করছে। বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িক ব্যাহত হচ্ছে। তাছাড়া শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজট সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর