মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
মাগুরায় চারজন নিহত

ইউপি মেম্বারসহ ৬৮ জনের নামে মামলা

মাগুরা প্রতিনিধি

মাগুরার জগদলে বিবদমান দুই পক্ষের চার খুনের ঘটনার তিন দিন পর নিহত একই পরিবারের তিনজনের পক্ষ থেকে ৬৮ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। মাগুরা সদর থানায় গতকাল দুপুরে মামলাটি করেন নিহত সবুর মোল্লা, কবির মোল্লা ও রহমান মোল্লার ভাই আনোয়ার হোসেন মোল্লা। অন্যদিকে প্রতিপক্ষের নিহত ইমরান হোসেন খুনের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে তার মা ফরিদা বেগম সহসাই থানায় মামলা করবেন বলে জানা গেছে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম জানান, নিহত চারজনের মধ্যে সবুর মোল্লা, কবির মোল্লা ও রহমান মোল্লা খুনের ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে ৬৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলামকে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০-১৫ জনকে। অন্যদিকে প্রতিপক্ষের নিহত ইমরান হোসেন হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে তার মা ফরিদা বেগম বাদী হয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার নজরুল ইসলাম ও প্রতিপক্ষ প্রার্থী সৈয়দ হাসানের সমর্থদের মধ্যে শুক্রবার বিকালে সংঘর্ষ হয়। এতে বর্তমান মেম্বার নজরুল ইসলামের সমর্থকদের হামলায় প্রতিপক্ষের সবুর মোল্লা, কবির মোল্লা ও রহমান মোল্লা নামে তিন ভাই নিহত হন।

অপর মেম্বার প্রার্থী সৈয়দ হাসান আলীর পক্ষের হামলায় নিহত হয় অপর পক্ষের ইমরান হোসেন নামে এক যুবক। এ সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের ২০ জন। নিহত সবুর মোল্লার ছেলে ছাব্বির হোসেন জানান, আমাদের পরিবারের তিনজন হত্যা ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় আমরা পারিবারিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। যার কারণে মামলা করতে দেরি হয়েছে। আমার ছোট চাচা আনোয়ার হোসেন বাদী হয়ে ৬৮ জনের নাম ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে মামলা করেছেন। তিনি অসুস্থ থাকায় তার পক্ষ থেকে আমি মাগুরা সদর থানায় উপস্থিত হয়ে মামলার কপি জমা দিয়েছি।

সর্বশেষ খবর