মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ইভ্যালি পরিচালনায় বিচারপতি মানিকের নেতৃত্বে কমিটি

নিজস্ব প্রতিবেদক

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে হাই কোর্ট। কমিটির অন্যরা হলেন- স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ওএসডিতে থাকা আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ ও কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। গতকাল বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

পরে রিটের পক্ষের আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন সাংবাদিকদের বলেন, ইভ্যালির অবসায়ন চেয়ে গত ২২ সেপ্টেম্বর কোম্পানি আদালতে আবেদন করেছিলাম। সেখানে একটি আবেদন ছিল ইভ্যালি অবসায়নে যাতে একটি কমিটি গঠন করে দেওয়া হয়। আদালত একটি কমিটি গঠন করে দিয়েছে। ইভ্যালি এখন এ কমিটির মাধ্যমে পরিচালিত হবে। এ কমিটির সদস্য থাকবেন পাঁচজন। কমিটির প্রধান করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে। এ কমিটির কাজ প্রসঙ্গে হাই কোর্ট বলে, আদালতের আদেশ পাওয়ার পর পরই তারা (কমিটি) বোর্ড মিটিংয়ে বসবেন। কোথায় কী আছে সবকিছু বুঝে নেবেন। কমিটির দায়িত্ব হলো টাকাগুলো কোথায় আছে, কোথায় কত দায় আছে, তা দেখা। অডিটসহ অন্য কাজগুলোও দেখবে। এরপর যদি দেখে কোম্পানিটি চলার যোগ্যতা নেই, তখন অবসায়নের জন্য কোর্টকে বলবে। কোম্পানির অবসায়ন চেয়ে আবেদনকারী আবেদন করেছেন। কমিটি যদি বলে চালানো সম্ভব, তাহলে কোম্পানিটি চলবে। আদালতের লিখিত আদেশ পাওয়ার পরই বোর্ড মিটিং করে আগামী ২৩ নভেম্বর আদালতে অগ্রগতি প্রতিবেদন দেবে এই কমিটি। এর আগে গত ৩০ সেপ্টেম্বর ইভ্যালির সব নথি তলব করেছিল হাই কোর্ট। সে অনুযায়ী ১১ অক্টোবর বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চে সব নথি দাখিল করেন জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার। তার আগে ২২ সেপ্টেম্বর ইভ্যালির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেয় হাই কোর্ট।

সর্বশেষ খবর