শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রাতের আকাশে রঙিন ফানুস

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

রাতের আকাশে রঙিন ফানুস

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পটুয়াখালীর কলাপাড়ায় রাতের আকাশে উড়িয়েছেন রংবেরঙের ফানুস। বুধবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত অর্ধশতাধিক ফানুস ওড়ান তারা। দেখে মনে হয় আকাশে তারার মেলা। মাঝেমধ্যে দু-একটি ফানুস তারার মতো নিভুনিভু করে ঝরে পড়ে। ফানুস উৎসব দেখতে উৎসুক মানুষের ভিড় ছিল রাখাইন পল্লীগুলোর আশপাশে। প্রবারণা উৎসব ঘিরে মেতে ওঠেন রাখাইন সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সূত্রে জানা গেছে, এদিন গৌতম বুদ্ধ ধর্ম প্রচার শুরু করেন। তাই দিনটি তাঁদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতি বছরই এদিন উপজেলার বৌদ্ধ বিহারগুলো সাজানো হয় নতুন সাজে। আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণে রাতের আকাশে উড়িয়ে দেওয়া হয় একের পর এক নানা রঙের ফানুস। মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানিয়েছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রাখাইন পল্লীগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর