শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজে সশরীরে ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীর কারণে দীর্ঘ প্রায় দেড় বছরের বেশি সময় ধরে সরাসরি পাঠদান বন্ধ থাকার পর গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে এ শ্রেণি পাঠদান শুরু হয়। সশরীরে পাঠদানের পাশাপাশি একইসময়ে অনলাইনেও শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন করেছে। এর মধ্য দিয়ে সরাসরি পাঠদান শুরু হলো এ বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে। সারা দেশের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের এ সময় একাডেমিক ক্যালেন্ডারও জানিয়ে দেওয়া হয়। এই ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, পূর্বঘোষণা অনুযায়ী অধিভুক্ত বিভিন্ন কলেজে গতকাল সশরীরে ক্লাস শুরু হয়েছে। এই পাঠদান প্রক্রিয়া চলমান থাকবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সশরীরে পাঠদান শুরু হলেও কলেজগুলোতে অনলাইন পাঠদান চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজেও সশরীরে ক্লাস শুরু হয়েছে গতকাল। জানা গেছে, বর্তমানে অধিভুক্ত সাত কলেজে স্নাতকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছে। ফলে এখন স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তরের ক্লাস চলবে।

সর্বশেষ খবর