শিরোনাম
শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বারবার মামলা আবারও বাইকে আগুন

নিজস্ব প্রতিবেদক

এক মামলায় চার হাজার টাকা জরিমানার পর আবার এক হাজার টাকার মামলা হওয়ায় ক্ষুব্ধ এক ব্যক্তি নিজের বাইকেই আগুন ধরিয়ে দিয়েছেন। গতকাল বেলা আড়াইটায় রাজধানীর নীলক্ষেতে ব্যানবেইসের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। জানা গেছে, ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে মাস কয়েক আগে চার হাজার টাকা জরিমানা করে মামলা দিয়েছিলেন ট্রাফিক সার্জেন্ট। নির্ধারিত সময় পার হয়ে গেলেও সেই জরিমানার টাকা দিতে পারেননি মোটরসাইকেল চালক। এর মধ্যে গতকাল নীলক্ষেত এলাকায় ট্রাফিক পুলিশের হাতে তিনি ফের ধরা পড়েন। কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে সার্জেন্ট দেখেন, আগের হওয়া একটি মামলার

জরিমানার চার হাজার টাকা চালক এখনো জমা দেননি। জমা না দেওয়ায় ওই সার্জেন্ট চালককে এবার এক হাজার টাকা জরিমানা করে আরও একটি মামলা দেন। এতে ক্ষোভে-হতাশায় নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তি। পরে পুলিশ ওই ব্যক্তিকে নীলক্ষেত থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দক্ষিণ নীলক্ষেতে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সামনে মোটরসাইকেলে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মেহেদী হাসান জানান, আগের মামলার অর্থ পরিশোধ না করার জন্য তাকে এক হাজার টাকার মামলা দেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর ব্যানবেইসের সামনে গিয়ে ওই ব্যক্তি তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

সর্বশেষ খবর