শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির স্বামী

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে নিজেই থানায় গিয়ে হাজির হয়েছেন অভিযুক্ত স্বামী। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের আবদুস সাত্তার (৫০) তার স্ত্রী তাহমিনা বেগমকে (৪৪) কুপিয়ে হত্যার পর গতকাল সকালে শিশু কন্যাকে নিয়ে সদর থানায় হাজির হন। স্থানীয় সূত্রে জানা যায়, জুজখোলা গ্রামের জোনাব আলী শেখের ছেলে আবদুস সাত্তার শেখ বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে অনেকটাই বিপর্যস্ত ছিলেন। এ নিয়ে পরিবারে প্রায়ই কলহ লাগত। এর জেরে বৃহস্পতিবার গভীর রাতে সাত্তার তাহমিনাকে কুপিয়ে হত্যা করেন। গতকাল ভোরে ছোট মেয়ে সাদিয়া আক্তারকে (৬) সদর থানায় হাজির হয়ে স্ত্রী হত্যার আদোপান্ত জানান। নিহত তাহমিনার ছেলে রবিউল ইসলাম জানায়, বৃহস্পতিবার তাদের একটি অটোরিকশা তার বাবা বিক্রি করার জন্য নিয়ে যান। কিন্তু পরিবারের অন্যরা সেটি বিক্রি করতে না দিয়ে ফিরিয়ে আনেন। এ ঘটনায় তার বাবা মাকে সন্ধ্যা থেকেই নানা হুমকি দিয়ে আসছিলেন। রাত ১২টা পর্যন্ত মায়ের সঙ্গে কথাকাটাকাটি করে বাবা অন্য ঘরে ঘুমাতে যান। সকালে বোন সোনিয়া মাকে ডাকাডাকি করে কোনো সাড়া পায় না। দেখে বাইরে থেকে ঘর তালাবদ্ধ। পরে লোকজন তালা খুলে মায়ের রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে আবদুস সাত্তার নিজেই থানায় এসেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের কাজ চলছে। এ বিষয় পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর