বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

বিয়ে করে সব ছাড়লেন জাপানি রাজকুমারী

নিজস্ব প্রতিবেদক

বিয়ে করে সব ছাড়লেন জাপানি রাজকুমারী

জাপানে রাজতন্ত্রের অবসান ঘটলেও রাজকীয় পরিবার তার ঐতিহ্য বজায় রেখেছে এখনো। আর এ নিয়ম পালন করতে গিয়ে প্রায় অবলুপ্তির পথে জাপানের রাজপরিবার। কারণ জাপানের রাজকীয় বিবাহ আইন জানাচ্ছে বিয়ের পরে নারীদের তাদের রাজকীয়              মর্যাদা ছেড়ে দিতে হয়। চার বছরের বাগদানের পর, ৬১ বছর বয়সী সম্রাট নারুহিতোর ভাতিজি রাজকুমারী মাকো তার দীর্ঘদিনের প্রেমিক কেই কোমুরোকে গতকাল বিয়ে করলেন। এই ঘটনাটি আপাত দৃষ্টিতে সাধারণ হলেও, জাপানের রাজকীয় আইন অনুযায়ী নিজের ভাগের সব সম্পত্তি ছেড়ে ও রাজকীয় তকমা ঝেড়ে বেরিয়ে যেতে হলো রাজকুমারী মাকোকে। আর এর ফলে ফের রাজপরিবারে কমল সদস্য সংখ্যা। এর ফলে মাত্র ১২ জন নারী এবং পাঁচজন পুরুষ থেকে গেলেন রাজপরিবারে। রাজ পরিবারের কোনো সদস্যের বিয়ের ক্ষেত্রে যেসব আনুষ্ঠানিকতা অনুসরণ করা হয়, সেগুলোও পরিহার করেছেন মাকো। এ ছাড়া, কেউ রাজপদবি ছেড়ে দিলে তাকে ঐতিহ্য অনুযায়ী ১৩ লাখ মার্কিন ডলারের আর্থিক সহায়তা প্রদান করে থাকে রাজ পরিবার। মাকো এ পারিবারিক অর্থও প্রত্যাখ্যান করেছেন। তিনিই রাজ পরিবারের প্রথম সদস্য যিনি উভয়ই প্রত্যাখ্যান করলেন। জানা গেছে, বিয়ের পর এখন মাকো ও কোমুরো দম্পতি যুক্তরাষ্ট্রে চলে যাবেন। পেশা জীবনে একজন আইনজীবী কোমুরো সেখানেই কাজ করেন। এ দম্পতিকে ইতিমধ্যে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের সঙ্গে তুলনা করা হচ্ছে। মাকো কোমুরোকে ‘জাপানের হ্যারি ও মেগান’ হিসেবে আখ্যায়িত করছেন স্থানীয়রা। ২০১২ সালে টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময় প্রথম পরিচয় হয় মাকো ও কোমুরোর। একই সঙ্গে পড়াশোনা করার সময়ই তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৭ সালে বাগদান হয় এ দম্পতির। এএফপি

সর্বশেষ খবর