শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জনসমাগম এড়িয়ে চলতে হবে

-ডা. মণি লাল আইচ লিটু

জনসমাগম এড়িয়ে চলতে হবে

সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ডা. মণি লাল আইচ লিটু বলেন, করোনা সংক্রমণ কমে আসায় উঠে গেছে বিধিনিষেধ। খুলেছে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, চলছে গণপরিবহন। তাই করোনা সংক্রমণ থেকে বাঁচতে জনসমাগম এড়িয়ে চলতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিধিনিষেধ উঠে যাওয়ায় রেস্টুরেন্টে ভিড় করে খাওয়া কিংবা পর্যটন কেন্দ্রে জনসমাগম বাড়ানো যাবে না। সচেতন না হলে করোনার থাবা থেকে রক্ষা পাওয়া কঠিন। বিয়েসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে জনসমাগম বাড়ানো যাবে না। বিশ্বের অনেক দেশে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। নতুন ধরনের ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাস দুশ্চিন্তা বাড়াচ্ছে। তাই সংক্রমণ কমেছে বলে স্বাস্থ্যবিধি মানায় অবহেলার সুযোগ নেই। ডা. মণি লাল আইচ লিটু আরও বলেন, জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, গন্ধ-স্বাদ না পেলে অবশ্যই করোনা টেস্ট করাতে হবে। আক্রান্ত রোগীদের আইসোলেশনে রাখতে হবে। উপসর্গ থাকলে কুসংস্কারে না ভুগে অবিলম্বে করোনা টেস্ট করাতে হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর