শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ফেরি উদ্ধারে কাজে আসছে না হামজা, ১১ যান উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

ফেরি উদ্ধারে কাজে আসছে না হামজা, ১১ যান উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরিঘাটে ১৭টি ট্রাকসহ ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহ উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযান চলছে -বাংলাদেশ প্রতিদিন

ফেরি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজা কোনো কাজে আসছে না। দুই দিনে মাত্র ১১টি যানবাহন উদ্ধার করা হয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পদ্মা নদীতে ফেরিডুবির ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও যানবাহন ও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনাকবলিত ফেরিতে ১৭টি যানবাহনের মধ্যে ১১টি এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে এই ১১টি গাড়ি উদ্ধার করা হলো। সরেজমিনে গতকাল বিকালে গিয়ে দেখা যায়, যানবাহনগুলো উদ্ধার করে নদীর পাড়ে রাখা হয়েছে। আফজাল পার্সেলের চালক মো. সেলিম মিয়া বলেন, ‘বেনাপোল থেকে ফিড পাউডার নিয়ে গাজীপুরের সালনায় যাচ্ছিলেন তারা। দৌলতদিয়া প্রান্ত থেকেই হেলপার জানান, ফেরিতে পানি ঢুকছে। কিন্তু ফেরির চালক ফেরি না থামিয়ে দ্রুত পাটুরিয়ার দিকে চালাতে থাকেন। পাটুরিয়া প্রান্তে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ফেরিটি ডান দিকে কাত হয়ে ডুবে যায়। আমিসহ অন্যান্য চালক প্রাণে বেঁচে গেলেও মালামালের ব্যাপক ক্ষতি হয়। সেই সঙ্গে প্রতিটি গাড়ির অনেক ক্ষতি হয়েছে। দৌলতদিয়া প্রান্তে ফেরিটি খালাস করলে এত বড় দুর্ঘটনা ঘটত না। আমাদের গাড়ি এখনো উদ্ধার হয়নি। কেবল নদীর কিনারায় আনা হয়েছে।’ মো. জীবন, মো. নাইম শেখসহ অন্য চালক-হেলপাররা জানান, ওপার থেকেই ফেরিতে সমস্যা ছিল। মাঝ নদীতে আসার পর ফেরিতে থাকা গাড়িগুলোর চাকা পানিতে ডুবতে থাকে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নদীতে লাফ দেওয়ার চেষ্টা করেন। যানবাহন-চালকরা আরও জানান, প্রতিটি ট্রাকেই সার, চাল, পিঁয়াজ, সুতাসহ বিভিন্ন মালামাল ছিল। কিছু মালামাল উদ্ধার করা হলেও বেশির ভাগই পানিতে নষ্ট হয়ে যায়। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ডুবে যাওয়া ফেরি থেকে ১৭টি  যানবাহনের মধ্যে ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলসহ ১১টি যানবাহন উদ্ধার করা হয়েছে। ফেরি দুর্ঘটনার বিষয়ে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। নৌমন্ত্রণালয় সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি এবং জেলা প্রশাসক চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন। সাত কর্মদিবসে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা রয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। উল্লেখ্য, বুধবার সকালে পাটুরিয়া প্রান্তে ১৭টি যানবাহন নিয়ে শাহ আমানত রো রো ফেরিটি ডান দিকে কাত হয়ে ডুবে যায়।

সর্বশেষ খবর