সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সন্তানের সঙ্গে মা-বাবার বন্ধন শিথিল হয়েছে

-অধ্যাপক ড. মাহফুজা খানম

সন্তানের সঙ্গে মা-বাবার বন্ধন শিথিল হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহফুজা খানম বলেছেন, মানুষের মূল্যবোধ পরিবর্তন হয়ে যাচ্ছে। সাধারণত মূল্যবোধ কোনো একটি সংস্কৃতির সঙ্গে দীর্ঘ সময় ধরে থাকে। আর মূল্যবোধ পরিবর্তন হলেও তা খুব ধীরে ধীরে হয়। বিশ্বায়নের কারণে অতীতের তুলনায় মূল্যবোধের এই পরিবর্তন দ্রুত হচ্ছে। বাইরের সংস্কৃতি আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছে। এর কারণে খুব দ্রুত আমাদের মূল্যবোধের পরিবর্তন হচ্ছে। তিনি বলেন, অতীতের তুলনায় এখন পরিবারে মা-বাবারা অনেক বেশি ব্যস্ত হয়ে গেছেন। এর ফলে সন্তানদের সঙ্গে মা-বাবার যে আবেগঘন বন্ধন তা অনেক শিথিল হয়ে গেছে। অর্থাৎ পরিবারে বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি ভালোবাসার যে আবেগ আমাদের মধ্যে ছিল সেটা এখন অনেকটাই কমে গেছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন ড. মাহফুজা খানম।

তিনি বলেন, এখন মানুষ বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। এ জন্য অন্যের কথা তারা খুব বেশি চিন্তা করছে না। বেশির ভাগ সময়ই তারা নিজের লাভ ও স্বার্থের দিকে মনোযোগী। আর নিজ স্বার্থ পূরণ করতে গিয়ে যার কাছ থেকে তারা বাধা পাচ্ছেন তাদের প্রতিই তারা হিংস্র হয়ে উঠছেন বা সহিংস আচরণ করছেন। এসব কারণেই সামাজিক অপরাধের মতো ঘটনাও ঘটছে। এ অধ্যাপক বলেন, আমাদের পরিবারই হচ্ছে সব ধরনের শক্তির উৎস। সামাজিক অপরাধ, বিশেষ করে পারিবারিক হত্যাকান্ড রোধে মা-বাবার সঙ্গে সন্তানের যে বন্ধন তা ভালো করতেই হবে। এ জন্য অভিভাবকদের সন্তানদের পর্যাপ্ত সময় ও নির্দেশনা দিতে হবে। অভিভাবকরা নিজেরা ব্যস্ত থাকার জন্য সন্তানের হাতে মোবাইল বা ল্যাপটপ তুলে দিচ্ছেন। এতে সন্তানরাও ইচ্ছামতো যা খুশি দেখছে। আবার অভিভাবকরা কোনো কিছুর নজরদারিও করছেন না। সন্তানদের সঙ্গে অভিভাবকদের বন্ধুত্বসুলভ সম্পর্ক তৈরি করতে হবে। যাতে সন্তানরা যে কোনো মানসিক চাপ বা সমস্যার কথা তাদের অভিভাবকের কাছে বলতে পারে। অনেক ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতিতে নিজের মা-বাবার কাছে সমস্যাগুলো না বলে সন্তানরা উল্টো তাদের বন্ধুদের সঙ্গে মিশে ভুল পথে পা বাড়ায়। এদিকে নজরদারি করাই এখন অভিভাবকদের সবচেয়ে বড় দায়িত্ব। 

সর্বশেষ খবর