বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
দৌরাত্ম্য কিশোর গ্যাং ও বখাটেদের

খুলনায় এলাকাভিত্তিক গ্যাং, ছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় প্রভাব বিস্তার ও মাদক বেচাকেনাকে কেন্দ্র করে এলাকাভিত্তিক কিশোর গ্যাং’ তৈরি হয়েছে। গ্রুপ করে বখাটে কিশোর-যুবকরা মাদক সেবন, ধর্ষণ, চাঁদাবাজি, খুনের মতো অপরাধে যুক্ত হচ্ছে।

গতকাল নগরীর রূপসায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় আসামি চয়ন ব্যাপারী (২১) গ্রেফতার হলে ‘কিশোর গ্যাং’-এর বিষয়টি ফের আলোচনায় আসে। চয়ন ব্যাপারীসহ তার ভাইয়েরা এলাকায় মাদক বিক্রিতে জড়িত। রূপসা স্ট্যান্ড রোড থেকে বান্ধাবাজার, রূপসা সেতু পর্যন্ত দখলে রাখতে তারা কয়েকটি কিশোর গ্যাং তৈরি করেছে। ৩০ অক্টোবর রাতে রূপসার সন্ধ্যা বাজার থেকে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে ওয়াবদা বেড়িবাঁধে পরিত্যক্ত বরফকলে আটকে রেখে ধর্ষণ করে। পরের দিন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্কুলছাত্রীর বড় বোন বলেন, ‘তাকে (ওই স্কুলছাত্রী) তুলে নিয়ে যাওয়ার পরের দিন সকালে চয়নের বাড়িতে গিয়ে তার বাবা ও ভাইদের কাছে কাকুতি-মিনতি করে আমার বোনকে ফিরিয়ে আনি। চয়ন তার বাবা, ভাই ও পরিবারের সামনে আমাদের মারধর করে। আমরা কিছু না বলে শুধু মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করি।’ রূপসা-ঢাকা ম্যাচ ফ্যাক্টরি হাইস্কুলের সভাপতি ফারুক হোসেন বলেন, মেয়েটির স্কুলে আসা-যাওয়ার পথে ছেলেটি প্রায়ই বিরক্ত করত। এ নিয়ে ওর পরিবার শঙ্কায় থাকত। ঘটনার দিন মেয়েটিকে একা পেয়ে চয়ন তাকে জোর করে তুলে নিয়ে যায়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, স্কুলছাত্রীর মা বাদী হয়ে রূপসা মোড়ের গোলাম মোস্তফার ছেলে চয়নের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। গতকাল নগরীর সাত রাস্তার মোড় থেকে আসামি চয়ন ব্যাপারীকে গ্রেফতার করে র‌্যাব। জানা যায়, স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক ছত্রছায়ায় চয়নসহ আরও কয়েকজন কিশোর গ্যাং তৈরি করেছে। এর মধ্যে লেলিন-আশিক গ্রুপ, দোলন গ্রুপসহ বিভিন্ন গ্রুপ এলাকা দাপিয়ে বেড়ায়। এ চক্রের হামলায় এর আগে চাঁনমারী বাজারে মো. আল ফায়েদ (১৭) নামের নবম শ্রেণির স্কুলছাত্র নিহত হয়। জানা যায়, গত কয়েক মাসে ধর্ষণ, খুন, ব্ল্যাকমেইলিং ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের কয়েকটি ঘটনায় কিশোর অপরাধীদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তালিকা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। সরকারি সুন্দরবন আদর্শ কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র অধিকারী বলেন, কিশোররা এখন ছোট অপরাধ থেকে বড় ধরনের সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে। এলাকায় প্রভাব বিস্তারের জন্য তাদের ব্যবহার করা হয়।

সর্বশেষ খবর