বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নওগাঁয় পাঁচ মন্দিরে প্রতিমা ভাঙচুর

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় পাঁচটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার মর্শিদপুর ইউপির ভবানীপুর আদিবাসী গ্রামের তিনটি ও একই এলাকার শরিয়ালা আদিবাসী গ্রামের দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সোমবার দিবাগত রাতে সবার অজান্তে দুর্বৃত্তরা মন্দিরগুলোতে থাকা কালী, শিব, লক্ষ্মীসহ বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করে।

পোরশা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুদেব সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতের কোনো এক সময় মন্দিরগুলোতে থাকা প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তারা দেখছেন। ভালোভাবে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

সর্বশেষ খবর