বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মানুষ ভোট দেওয়াই ভুলে যাচ্ছে

-সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

মানুষ ভোট দেওয়াই ভুলে যাচ্ছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, মানুষ ভোট দেওয়াই ভুলে যাচ্ছে। সরকার প্রহসনের স্থানীয় নির্বাচন দিয়ে জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারদলীয় ক্যাডার ও সন্ত্রাসীদের মনোনয়ন দিয়ে সারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তারা স্থানীয় নির্বাচনকে কলুষিত করছে। তিনি বলেন, চলমান নির্বাচনে সারা দেশে ইসলামী আন্দোলনের প্রার্থী ও কর্মীদের ওপর সরকারদলীয় প্রার্থীরা সন্ত্রাসী কায়দায় নজিরবিহীন হয়রানি করছে। স্থানীয় প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তা তাদের নিয়ন্ত্রণে কোনোরকম ভূমিকা পালন না করে বরং তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে সহযোগিতা করছে। তিনি আরও বলেন, দুঃখজনক যে, স্বাধীনতার ৫০ বছরেও দেশে সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠেনি। এখনো ক্ষমতাসীন দলের কাছে জনগণের ভোটের কোনো মূল্য নেই। এ অবস্থা চলতে থাকলে ইসলামী আন্দোলন বর্তমান সরকারের অধীনে সব ধরনের নির্বাচন বর্জন করতে বাধ্য হবে।

সর্বশেষ খবর