বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বিনা প্রতিদ্বন্দ্বিতা অশনিসংকেত

-মাওলানা হাসানাত আমিনী

বিনা প্রতিদ্বন্দ্বিতা অশনিসংকেত

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, চলমান স্থানীয় নির্বাচনে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্ষমতাসীন দলের অনেক প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার খবর আসছে। এটা রাজনীতির জন্য অশনিসংকেত। ইউপি নির্বাচনকে অর্থবহ করতে নির্বাচন কমিশন (ইসি)-কে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী ঐক্যজোট দ্বিতীয় ও তৃতীয় পর্বে ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামসহ কয়েকটি জেলার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দিয়েছে। ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে মনোনয়ন নেওয়ার জন্য অনেকেই আবেদন করেছেন। তবে যাদের পক্ষে সম্ভব এবং সক্ষমতা রয়েছে তাদের মনোনয়ন দেওয়া হচ্ছে। তিনি বলেন,  বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ও পানিশ্বর ইউনিয়নে দুজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় কথা। আমি মনে করি এর মাধ্যমে জনগণের কাছাকাছি হওয়ার সুযোগ বাড়বে। যা আগামী জাতীয় নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর