বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ধর্ষণ মামলায় মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ, নূরের অব্যাহতি

আদালত প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে লালবাগ থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। গতকাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর আদালত এই অভিযোগপত্র গ্রহণ করে। একই সঙ্গে এ মামলায় ভিপি নুরসহ পাঁচজনকে অব্যাহতি দেয় আদালত। এদিন কারাগারে আটক মামুনকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষে জামিন আবেদন করলেও আদালত তার জামিন নামঞ্জুর করে। এরপর আদালত এ মামলার আসামি মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে। একই সঙ্গে ভিপি নুরসহ পাঁচজনকে অব্যাহতি দেয় আদালত। এরপর আদালত অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করে। অব্যাহতিপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি। এর আগে মঙ্গলবার পলাতক আসামি মামুন আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় আসামিপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী জোবায়ের আহমদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলী আকবর জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ১৭ জুন মামুনকে অভিযুক্ত করে মামলার তদন্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্লা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়ায় সাবেক ভিপি নুরসহ পাঁচজনকে অব্যাহতির সুপারিশ করা হয়।

সর্বশেষ খবর