বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সিলেটের কানাইঘাটে গুলিবিদ্ধ দুই লাশ সন্দেহ বিএসএফকে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের কানাইঘাট সীমান্তে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। গতকাল দুপুরে স্থানীয় লোকজন কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডনা মিকিরপাড়া এলাকায় ১৩৩১ মেইন সীমান্ত পিলারের কাছে নোম্যান্সল্যান্ডে লাশ দুটি পড়ে থাকতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেন।

নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এড়ালিগুল গ্রামের আব্দুল লতিফের পুত্র আসকর আলী (২৫) এবং একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র আরিফ হোসেন (২২)। স্থানীয়দের ধারণা ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ অথবা ভারতীয় অস্ত্রধারী খাসিয়াদের  গুলিতে দুজন মারা যেতে পারেন। নিহতদের স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার বিকালে দুজন নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লালবাজারে যান। এরপর তারা আর বাড়িতে ফিরেননি। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, আসকর ও আরিফ মঙ্গলবার রাতে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের উকিয়াং এলাকায় অনুপ্রবেশ করেন। ওই সময় বিএসএফ অথবা খাসিয়াদের গুলিতে তারা নিহত হয়েছেন। পরে তাদের মরদেহ সীমান্তের নোম্যান্সল্যান্ডে ফেলে রাখা হয়। সকালে স্থানীয়রা লাশ দেখে তাদেরকে শনাক্ত করেন। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। আসকর ও আরিফ কিভাবে সীমান্তের ওপারে গেলেন এবং তাদের হত্যা রহস্য উদঘাটনে কাজ চলছে।

সর্বশেষ খবর