শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মুক্তি নাটকের শততম মঞ্চায়ন

সাংস্কৃতিক প্রতিবেদক

মুক্তি নাটকের শততম মঞ্চায়ন

চার নারী শিল্পীর স্বতন্ত্র চরিত্র নিয়ে নাটকের দল থিয়েটার মঞ্চায়ন করল ব্যতিক্রমী ঘরানার নাটক ‘মুক্তি’। গতকাল ছুটির দিনের সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল দলের নিয়মিত প্রযোজনার শততম মঞ্চায়ন।

মার্কিন নাট্যকার লি ব্রেসিংয়ের ‘ইনডিপেন্ডেন্স’ গল্প থেকে নাটকটির ভাবানুবাদ করেছেন মিজারুল কায়েস ও নির্দেশনায় ছিলেন ত্রপা মজুমদার। বড় মেয়ে তার মার সঙ্গে থাকে না। একাকী বাস করে অন্য শহরে। মানসিকভাবে কিছুটা অপ্রকৃতস্থ তার মা ও ছোট দুই বোনকে দেখার জন্য চার বছর পর এই বোন বাড়ি ফিরে আসে। অন্যদিকে, দ্বিতীয় মেয়ে কুমারী অবস্থায় মা হওয়ার পথে। অন্যজন কৈশোরোত্তীর্ণ এক বিদ্রোহী। মায়ের জন্য সে নিজের পুরো জীবনের ত্যাগ ও তিতিক্ষার প্রতিদান প্রাপ্তির একগুঁয়েমিতে অতিষ্ঠ। প্রতিটি চরিত্রের মুক্তি পিপাসারও ইঙ্গিত করা হয়েছে নাটকটিতে। একজনের মুক্তির গন্ডি পেরিয়ে, আরেকজনের সংস্কার ছাপিয়ে, অন্যজনের মুক্তি নিজস্ব সক্রিয়তার স্বীকৃতি সন্ধানে। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনি। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। অন্য তিনটি চরিত্রে অভিনয় করেছেন- তামান্না ইসলাম, তানজুম আরা পল্লী এবং তানভীন সুইটি। মঞ্চায়নের আগে ‘মুক্তি’ নাটকটি গ্রন্থাকারে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, নাটকটি ২০০৪ সালে ঢাকায় প্রথম মঞ্চায়ন হওয়ার পর ভারত ও যুক্তরাজ্যের বিভিন্ন মঞ্চেও মঞ্চস্থ হয়েছে।

সর্বশেষ খবর