রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পাখির কলতানে মুখরিত ক্যাম্পাস

ইবি প্রতিনিধি

পাখির কলতানে মুখরিত ক্যাম্পাস

অতিথি পাখির কলতানে মুখর হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। অন্য বছরের তুলনায় এবার দেখা মিলছে অধিকসংখ্যক অতিথি পাখির। পাখির মধুর কলতান আর ডানা ঝাপটানোর শব্দ মুগ্ধ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ঘুরতে আসা দর্শনার্থীদের।

জানা গেছে, সেপ্টেম্বর-অক্টোবরের দিকে সাইবেরিয়ায় হাড় কাঁপানো শীত নামে। এ শীত সহ্য করতে না পেরে উষ্ণতা ও খাবারের সন্ধানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নাতিশীতোষ্ণ অঞ্চল বাংলাদেশে আশ্রয় নেয় তারা। শীতে আসা এসব পরিযায়ী পাখি গ্রীষ্মের শুরুতে আবার ফিরে যায় আপন ঠিকানায়। এসব পাখির পছন্দের জায়গায় পরিণত হয়েছে ইবির সবুজ ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের লেক ও প্রকৌশল ভবনের পেছনের পুকুরে দেখা মিলছে অতিথি পাখির। এর বেশির ভাগই হাঁস-জাতীয়। সরালি হাঁস, ল্যাঞ্জা হাঁস, খুনতে হাঁস, বালিহাঁস, মানিকজোড়সহ কয়েক ধরনের পাখি রয়েছে। এসব পাখির ঝাঁক বেঁধে ওড়াউড়ি, দলবেঁধে পানিতে ভেসে বেড়ানো, লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা আর খুনসুটি এবং কিচিরমিচিরে ক্যাম্পাসে বিরাজ করছে মধুময় আবহ। শিক্ষার্থীরাও মিতালি গড়ে তুলছেন এসব অতিথির সঙ্গে। তাদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে লেক ও পুকুরের ধারের গাছগুলোয় কলস

ঝুলিয়ে দিয়েছে ‘অভয়ারণ্য’ নামের শিক্ষার্থীদের একটি সংগঠন। তাদের জন্য বিভিন্নভাবে খাবারও সরবরাহ করছেন এসব পাখিপ্রেমী। লেকে ঘুরতে আসা বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল আলিম বলেন, ‘বিকালে লেক ও পুকুরের দিকে গেলে পাখিদের কিচিরমিচিরে মন ভালো হয়ে যায়। এসব পাখির নিরাপদ বাসস্থান নিশ্চিত করা আমাদের কর্তব্য।’

সর্বশেষ খবর