রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

এএসপি আনিসুল হত্যার আসামির কারাগারে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

এএসপি আনিসুল করিম হত্যা মামলার আসামি মাইন্ড এইড হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। গতকাল ঢামেক সূত্র জানায়, নিয়াজ মোর্শেদ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক জানান- হাসপাতালে আনার আগেই ওই হাজতি মারা গেছেন। তিনি এএসপি আনিসুল হত্যা মামলায় কারাগারে ছিলেন। তার বাবার নাম মুজিবুর রহমান। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিয়াজ মোর্শেদ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, রাজধানীর আদাবরে মাইন্ড এইড সাইকিয়াট্রিক অ্যান্ড ডি-এডিকশন হাসপাতালে এএসপি মো. আনিসুল করিম (৩৫) হত্যা মামলার আসামি ছিলেন নিয়াজ মোর্শেদ। ওই হাসপাতালে এএসপি আনিসুলকে চিকিৎসার জন্য আনা হলে তাকে একটি কক্ষে রেখে নির্যাতন করে মারার অভিযোগ আসে। পরে এ ঘটনায় আদাবর থানায় একটি হত্যা মামলা হয়।

 

সর্বশেষ খবর