সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বিএনপির রাজনীতি দূরনিয়ন্ত্রিত, আওয়ামী লীগের জনগণচালিত

-ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ আর প্রকাশ্যে বিভিন্ন দূতাবাসের কাছে সাহায্য চাওয়া বিএনপির মেরুদন্ডহীন রাজনীতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ। বিএনপির কাছে দেশ নিরাপদ নয়। তাদের রাজনীতি দূরনিয়ন্ত্রিত। আওয়ামী লীগের রাজনীতি জনগণ দ্বারা চালিত। গতকাল সকালে সরকারি বাসভবনে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই। নতজানু হওয়ার নজির রয়েছে বিএনপির। বিএনপির রাজনীতি উন্নয়নবিমুখ, প্রতিহিংসামূলক। তারা উন্নয়ন চায় না। তারা চায় দেশ স্থবির হয়ে থাকুক। বিএনপি চায় সাম্প্রদায়িক বিষবাষ্প দেশজুড়ে ছড়িয়ে পড়ুক।

৭ নভেম্বর প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমান ৭ নভেম্বরের হত্যাযজ্ঞের ওপর ভর করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন। তিনি বলেন, সৈনিকদের ব্যবহার করে মুক্তিযোদ্ধা অফিসার ও তাঁদের পরিবারের সদস্যদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি ধারায় প্রত্যাবর্তনের ভিত্তি রচনা করেন জিয়াউর রহমান। একই সঙ্গে এই রাতের (৭ নভেম্বর) দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের পদায়ন করেন বিভিন্ন স্থানে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বীর সেনানীদের নিষ্ঠুরভাবে যারা হত্যা করেছেন, তাদের বিচারপ্রক্রিয়াও রুদ্ধ করে দেন জিয়াউর রহমান। ওবায়দুল কাদের আরও বলেন, এ জন্যই ৭ নভেম্বরকে রাজনৈতিক রং দিয়ে ‘জাতীয় সংহতি ও বিপ্লব দিবস’ হিসেবে ঘোষণা করা হয় জিয়াউর রহমানের নির্দেশে। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট নিয়মিত দিনটিকে উদ্?যাপন করে আসছে। অথচ এটি বাঙালি জাতির ইতিহাসের একটি কলঙ্কময় দিন, শোকের দিন, কান্নার দিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর