সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

২৪ ঘণ্টায় ৩১ জেলায় মেলেনি করোনা রোগী

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে চারজনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭৮ জন। এ সময়ে দেশের ৬৪ জেলার মধ্যে ৩১ জেলায় নতুন কোনো করোনা রোগী পাওয়া যায়নি। এর মধ্যে শরীয়তপুর ও চাঁপাইনবাবগঞ্জে হয়নি কোনো নমুনা পরীক্ষা।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ২৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ছিল ১.১৭ শতাংশ। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ১৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন। মারা গেছেন ২৭ হাজার ৮৯৫ জন। গত একদিনে দুজন ঢাকা বিভাগে এবং একজন করে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুর, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও শেরপুর, চট্টগ্রাম বিভাগের বান্দরবান, রাঙামাটি, লক্ষ্মীপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও সিরাজগঞ্জ, রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও, খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এর মধ্যে সিলেট বিভাগে ৮০০ নমুনা পরীক্ষায় একজনের সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার শূন্য দশমিক ১৩ শতাংশ, যা দেশের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে রংপুর বিভাগে ১৬৪টি নমুনা পরীক্ষায় নয়জনের সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৫.৪৯ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর