সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সিনোফার্মের টিকা নিয়ে ওমরাহ পালনে জটিলতা এখনো কাটেনি

শফিকুল ইসলাম সোহাগ

চীনের তৈরি করোনাভাইরাসের সিনোফার্মের টিকা গ্রহীতাদের পবিত্র ওমরাহ পালনের অনুমতি দেয়নি সৌদি সরকার। তবে সিনোফার্মের টিকা গ্রহণকারীরা বুস্টার ডোজ হিসেবে অন্য কোনো টিকা নিলে ওমরাহ পালনের অনুমতি পাবেন। বাংলাদেশ সিনোফার্মের টিকা আমদানি করছে এবং ব্যাপক হারে দেওয়া হচ্ছে। কিন্তু শুরু হয়নি বুস্টার ডোজ। ফলে ওমরাহ যাত্রীদের টিকা জটিলতা সহসাই কাটছে না।

এদিকে সৌদি আরবের শর্তানুযায়ী যারা মডার্না, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও জনসনের টিকা নিয়েছেন শুধু তারাই ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন। উল্লেখ্য, মহামারীর কারণে দীর্ঘ বিরতির পর গত ১০ আগস্ট থেকে সৌদি সরকার শর্তসাপেক্ষে বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দিয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে নানা জটিলতার কারণে এখনো কেউ যেতে পারেনি। জানতে চাইলে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সিনোফার্মার টিকার বিষয়টি এখনো সমাধান হয়নি। এ জটিলতার নিরসন না হলে আগ্রহীদের ওমরাহ পালন সম্ভব হবে না। তিনি বলেন, শুধু সিনোফার্মার টিকাতেই যেন ওমরাহ পালনের অনুমতি সৌদি কর্তৃপক্ষ দেয় সেজন্য কার্যকরী উদ্যোগ নিতে হবে। ওমরাহ পালনে আগ্রহীদের বেশিরভাগই সিনোফার্মার টিকা নিয়েছেন। সেজন্য আমরা বেশি যাত্রী পাঠাতে পারছি না। জানা যায়, সিনোফার্মার টিকা জটিলতা সমাধানের জন্য গত ১৩ সেপ্টেম্বর ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল সৌদি আরবে যান। এক সপ্তাহেরও বেশি সময় সৌদি আরব সফর করে প্রতিনিধি দলটি। সফরে ওমরাহ পালনের ব্যাপারে বাংলাদেশি মুসল্লিদের টিকার বুস্টার ডোজ-সংক্রান্ত জটিলতার কোনো সমাধান হয়নি। সফরকালে তারা ১৪ সেপ্টেম্বর ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের নেতৃত্বে সৌদি সরকারের হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের (বর্তমানে মন্ত্রীর দায়িত্বে) সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ওমরাহ যাত্রীদের (সিনোফার্ম ও সিনোভ্যাক) টিকার বুস্টার ডোজ সংক্রান্ত সমস্যাটি তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে তারা জানান, বিষয়টি তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তথা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। তারা সমস্যাটি দ্রুত সমাধানের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাবেন। দায়িত্বশীলরা বলছেন, বিশ্বের বেশ কয়েকটি দেশে চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা ব্যবহৃত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই টিকাকে স্বীকৃতি দিয়েছে। ফলে সৌদি সরকারও সার্বিক দিক বিবেচনায় নিলে টিকাদান-সংক্রান্ত এ জটিলতার সমাধান হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর