শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে হবে

ড. বিজন কুমার শীল

নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে হবে

অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেছেন, দেশে করোনা সংক্রমণ নিম্নমুখী, এটা সুখবর। কিন্তু পশ্চিমবঙ্গ, যুক্তরাজ্য, জার্মানিসহ পৃথিবীর অনেক দেশে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। ডেল্টার সাব ভ্যারিয়েন্টে ঘটছে এ সংক্রমণ। তাই ডেল্টার নতুন এই ধরনকে ঠেকাতে বন্দরগুলোতে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

তিনি আরও বলেন, মার্চে বাড়তে শুরু করেছিল করোনাভাইরাস। তখন বলেছিলাম ডিসেম্বরে কমবে। এখন দেশে অল্প পরিমাণে ভাইরাস রয়েছে। এর সংক্রমণ ক্ষমতা খুব বেশি নেই। কিন্তু নতুন যদি কোনো ভ্যারিয়েন্ট ঢোকে তাহলে আবার সংক্রমণ বাড়বে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে এ ওয়াই.৪.২ ভ্যারিয়েন্ট ছড়াতে শুরু করেছে। এটাকে ডেল্টার সাব ভ্যারিয়েন্ট বলা যায়। এটি ডেল্টার চেয়ে ১০ গুণ বেশি সংক্রামক। তবে সুবিধার বিষয় হচ্ছে টিকা দেওয়া থাকলে এ ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা পাওয়া যাবে। ড. বিজন কুমার শীল আরও বলেন, পশ্চিমবঙ্গসহ ভারতের বেশ কিছু জায়গায় এ সংক্রমণ দেখা যাচ্ছে। যেহেতু দুই দেশের ভৌগোলিক অবস্থান কাছাকাছি। তাই স্থলবন্দরের ব্যাপারে বাড়তি সতর্কতা নিতে হবে। আকাশপথে চলাচলকারী যাত্রীদের ব্যাপারেও নজর রাখতে হবে। করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে।

সর্বশেষ খবর