শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

হেমন্তের সন্ধ্যায় তিন নাটক

সাংস্কৃতিক প্রতিবেদক

হেমন্তের সন্ধ্যায় তিন নাটক

হেমন্তের সন্ধ্যায় গতকাল রাজধানীর তিন মিলনায়তনে মঞ্চায়ন হয়েছে তিন নাট্যদলের তিনটি নাটক। এর মধ্যে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় প্রাঙ্গণেমোর প্রযোজিত নাটক ‘কনডেমড সেল’, পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় এম্পটি স্পেস থিয়েটারের ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ আর নাটক সরণিখ্যাত বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়ন হয় নাট্যচক্রের ‘একা এক নারী’।

তবে এ তিনটি নাটকের মধ্যে দর্শকদের আকৃষ্ট করেছে এম্পটি স্পেস থিয়েটারের ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’। নাটকটিতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবারের কর্মমুখর দিনের পরিবর্তে ছুটির দিনের শুক্র বা শনিবারে মঞ্চায়ন হলে দর্শকদের মাত্রাতিরিক্ত চাপে আসন সংকট দেখা দিত বলে ধারণা করছেন নাটকটির সঙ্গে সংশ্লিষ্টরা। উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য ট্র্যাজেডি অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ এর আখ্যানকে প্রশ্নবিদ্ধ করে রচিত হয়েছে ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর কাহিনি।

সাইমন জাকারিয়া রচিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন নূর জামান রাজা। নাটকটির কেন্দ্রীয় চরিত্র একজন কবি, যিনি পূর্ণিমা রাতে কবরস্থানে এসে ফুলের গন্ধে মাতাল হন আর নিষ্ঠা প্রেমের গান করেন। তার এই গান শুনে সেই জায়গায় এসে হাজির হয় রোমিও আর জুলিয়েট। এভাবেই চলতে থাকে নাটকের ঘটনা, আর এই ঘটনাচক্রে এক পর্যায়ে উপস্থিত হয় ফাদার ফ্রায়ার এবং সব শেষে শেক্সপিয়র। টানটান উত্তেজনা ও নানা নাটকীয়তার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ গল্প। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-গোলাম শাহরিয়ার সিক্ত, স্বাধীন বিশ্বাস, নূর জামান রাজা, লোবা আহম্মেদ, নাসিমুল হোসাইন বাঁধন, বাপ্পি সরদার, শুভ্র আহম্মেদ, আরিফুল ইসলাম প্রমুখ। অন্যদিকে ইতালির নোবেল বিজয়ী সাহিত্যিক দারিয়ো ফো এবং ফ্রাংকো রামের ‘এ উমেন এলোন’ গল্প অবলম্বনে অধ্যাপক আবদুস সেলিম অনূদিত নাট্যচক্রের ‘একা এক নারী’র নির্দেশনায় ছিলেন দেব প্রসাদ দেবনাথ। একক এই নাটকটিতে অভিনয় করেছেন তনিমা হামিদ। আর প্রাঙ্গণেমোর প্রযোজিত অনন্ত হিরা রচিত ‘কনডেমড সেল’ নাটকটির নির্দেশনায় ছিলেন আউয়াল রেজা। নাটকটিতে অভিনয় করেছেন-নুনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুক্তগীন শুভ, শুভেচ্ছা, সুজন, তুহিন, সুজন, প্রকৃতি প্রমুখ।

সর্বশেষ খবর