শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
কৃষি

মাঠজুড়ে সোনালি ধান

নীলফামারী প্রতিনিধি

মাঠজুড়ে সোনালি ধান

নীলফামারীতে মাঠজুড়ে সোনালি ধান। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। তারা জানান, প্রতিটি ধানের শীষে সোনালি রং ধরেছে। ধান উঠার আগে কোনো দুর্যোগ না হলে বাড়তি ফলনে বেশি লাভবান হতে পারবেন চাষিরা। কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের কৃষক সফিকুল ইসলাম বলেন, ২১ বিঘা জমিতে আমন আবাদ করেছি। সঠিক সময়ে সার প্রয়োগ করতে পারায় ফলন ভালো হয়েছে। রোগবালাই কম হয়েছে এ বছর। জেলা কৃষি সম্প্রসারণ দফতর সূত্র জানায়, জেলায় এবার ১ লাখ ১৩ হাজার ৭৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ১ লাখ ১৩ হাজার ১০০ হেক্টর জমিতে। চলতি মাসের শেষ নাগাদ ধান ঘরে তুলবেন কৃষকরা। নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান জানান, মাঠ পর্যায়ে উঠান বৈঠক করে ধানের রোগবালাই দমনসহ সঠিক সময়ে সব পরামর্শ দেওয়ায় পোকামাকড়ের আক্রমণ হয়নি খেতে। শতভাগ ধান ঘরে তুলতে এখন ইঁদুর দমনসহ অন্যান্য কাজের পরামর্শ দেওয়া হচ্ছে।

জেলা কৃষি সস্প্রসারণ দফতরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘নীলফামারীতে উফশী জাতের আমন আবাদ হয়েছে ৯৪ হাজার ১৩৪ হেক্টর জমিতে। অধিক ফলনের জন্য স্থানীয় জাতের তুলনায় হাইব্রিড ও উফশী জাতের ধানের আবাদে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। আমন আবাদের উপযুক্ত পরিবেশসহ কোনো ঘাটতি না থাকায় ফলন ভালো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর