শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

করোনা টিকার আওতায় ৩১ শতাংশ মানুষ

ডিসেম্বরে ৫০, মার্চের মধ্যে ৮০ শতাংশ টিকাদানের টার্গেট

জয়শ্রী ভাদুড়ী

করোনা টিকার আওতায় ৩১ শতাংশ মানুষ

দেশে এ পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় এসেছে ৩১ শতাংশ মানুষ। করোনা প্রতিরোধে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার টার্গেট নির্ধারণ করেছে সরকার। মার্চের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে নেওয়া হয়েছে কর্মপরিকল্পনা। কিন্তু টিকাদান শুরুর পর গত ৯ মাসে মাত্র ৩১ শতাংশ মানুষ এক ডোজ টিকা পেয়েছে। নির্ধারিত সময়ে এ লক্ষ্যমাত্রা পূরণই স্বাস্থ্য বিভাগের চ্যালেঞ্জ। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পর্যন্ত ৫ কোটি ১১ লাখ ২১ হাজার ৭০৫ জন এ পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৩ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬১৭ জন। টিকার জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৬ কোটি ৫৯ লাখ ৭৫ হাজার ৩৯২ জন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৮৮ লাখ ৭৬ হাজার ৯১৩ জন। ফাইজারের টিকার প্রথম ডোজ নিয়েছেন ১০ লাখ ৬১ হাজার ১২৩ জন। মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৭ লাখ ৮৯ জন, সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার ৫৮০ জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক ২০২০ তথ্য অনুযায়ী দেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ ১০ হাজার। ৮০ শতাংশ জনগোষ্ঠী হিসেবে ১৩ কোটি ৫২ লাখ ৮৮ হাজার মানুষের টিকা পাওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত টিকার আওতায় এসেছে ৫ কোটি ১১ লাখ ২১ হাজার ৭০৫ জন। সে হিসেবে দেশে এ পর্যন্ত টিকা পেয়েছেন ৩১ শতাংশ মানুষ।

আগামী মার্চের মধ্যে ১৩ কোটি ৫২ লাখ ৮৮ হাজার মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়ার চিন্তা সরকারের। কিন্তু টিকার বর্তমান গতি ও সরবরাহের কারণে মার্চ-এপ্রিলের মধ্যে এত লোককে টিকা দেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমনকি বর্তমানে যে হারে টিকা দেওয়া হচ্ছে, সে অনুযায়ী ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে সরকারের আরও বেশি সময় লাগবে। স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র নাজমুল ইসলাম বলেন, দ্রুত সময়ে বিপুলসংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে টিকাদানের পরিসর বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে বিশেষ ক্যাম্পেইন চালানো হচ্ছে। বিশেষ ক্যাম্পেইনের বাইরে দৈনিক ৫ থেকে ৬ লাখ মানুষকে টিকা দেওয়া হচ্ছে। এই পরিসর আরও বাড়ানো হবে। স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে।

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ শতাংশ মানুষ করোনার টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। গত ৯ নভেম্বর তিনি বলেন, দেশের মানুষকে এখন পর্যন্ত ৪ কোটি ৬৭ লাখ প্রথম ডোজ এবং ৩ কোটি ১৬ লাখ দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষ টিকা পাবে। আগামী বছরের মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষ টিকার আওতায় আসবে, এ জন্য ২৮ কোটি ডোজ টিকা প্রাপ্তি নিশ্চিত হয়েছে। এ দেশের রিকশাওয়ালা, ভ্যানওয়ালারাও মডার্না-ফাইজারের টিকা পেয়েছে। আবার কেউ কেউ লাখ লাখ টাকা খরচ করে দুবাই গিয়ে ফাইজারের টিকা দিয়ে এসেছে। কিন্তু সরকার বিনামূল্যে এসব টিকা নিশ্চিত করেছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ শতাংশ এবং মার্চ মাসের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হবে। এই টিকার ব্যবস্থাও করা হয়েছে।

সর্বশেষ খবর