শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

কান্ট্রি বাংলাদেশ এবারের কলকাতা বইমেলার থিম

শুরু হচ্ছে ৩১ জানুয়ারি

কলকাতা প্রতিনিধি

করোনার প্রকোপ কাটিয়ে আগামী ৩১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবার এ মেলার থিম ‘কান্ট্রি বাংলাদেশ’। মেলা চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গের সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দানে হবে ৪৫তম এই বইমেলা। বাংলাদেশর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখেই এবারের কলকাতা বইমেলার থিম করা হয়েছে কান্ট্রি বাংলাদেশ। এ ছাড়াও ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী ও বিশিষ্ট চিত্রপরিচালক সত্যজিত রায়ের জন্মশতবর্ষ ও ভারতের স্বাধীনতার ৭৫ বছরকেও স্মরণ করা হবে বইমেলায়। এ ছাড়াও সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি, শঙ্খ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, বাংলাদেশের জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, সাহিত্যিক দেবেশ রায়, লেখক-সাংবাদিক নিমাই ভট্টাচার্য, কবি ও প্রাবন্ধিক অলোক রঞ্জন দাশগুপ্তসহ অনেককেই শ্রদ্ধা জানানো হবে।

গতকাল বিকালে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজক ত্রিদিব চ্যাটার্জি বলেন ‘বইমেলায় যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থাকেন- সে ব্যাপারে আমরা সব প্রটোকল মেনে চিঠি পাঠিয়েছি। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে গিয়ে বিষয়টিতে আরও গতি আনার চেষ্টা করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফেও শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর