বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
হাফ পাসের দাবি

রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক (হাফ পাস) করার দাবিতে মহাখালীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা  ঘটেছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল দুপুরে মহাখালীর আমতলীর মোড়ে মানববন্ধন করার সময় এই হামলা হয় বলে শিক্ষার্থীদের অভিযোগ। ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা করেন বলে জানা গেছে।

শিক্ষার্থীরা বলছেন, মানববন্ধন চলাকালীন তিতুমীর কলেজ ছাত্রলীগের ১৫ থেকে ৩০ জন নেতা-কর্মী এসে তাদের বাধা দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা ভিপি (সাবেক) নূরের (নুরুল হক নূর) লোক ও বহিরাগত বলে মারধর করেন হামলাকারীরা। আন্দোলনকারী শিক্ষার্থী রাব্বী আহমেদ বলেন, আমরা হাফ পাসের জন্য আন্দোলন করছি। গলায় কলেজের আইডি কার্ড থাকার পরও বহিরাগত বলে আমাদের ওপর হামলা করা হয়েছে। তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালান বলে জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা বলেন, আমরাও চাই শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়া হোক। তবে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করে নয়। তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে বসবেন। এরপর হাফ ভাড়া নিশ্চিতে শান্তিপূর্ণভাবে কী করা যায় সে বিষয়ে দেখা হবে। প্রসঙ্গত. শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর ও অযৌক্তিকভাবে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি প্রত্যাহারসহ নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) পাঁচ দফা দাবিতে সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে; সড়ক, নৌ ও রেলপথসহ সর্বস্তরে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে; জ্বালানি তেল ও এলপি গ্যাসের দাম কমাতে হবে; যানজট ও রাস্তার ধারণক্ষমতা বিবেচনায় ব্যক্তিগত পরিবহন হ্রাস; গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থার মানোন্নয়ন নিশ্চিত ও গণপরিবহনে কাউন্টারভিত্তিক টিকিট সিস্টেম চালু করতে হবে।

সর্বশেষ খবর