বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চেকারকে বাস থেকে নামিয়ে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় বাস থেকে নামিয়ে চেকারকে পিটিয়ে আহত করার দুই দিন পর তিনি মারা যান বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত রায়হান উদ্দিন দেবিদ্বার উপজেলার ফুলতুলি গ্রামের কবির উদ্দিনের ছেলে। সিলেট-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার শরীফপুর এলাকায় গত ১০ নভেম্বর মারধরের ঘটনা ঘটে। ১২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ওই দিনই মৃতের স্ত্রী বুড়িচং থানায় মামলা করেছেন। আসামিরা হচ্ছেন বুড়িচংয়ের আকাবপুর গ্রামের খায়ের, খোরশেদ, সহিদ, ঢাকার শ্যামপুরের খন্দকার ওমর ফারুক ও যাত্রাবাড়ীর আক্তার হোসেনসহ অজ্ঞাত চারজন। এদিকে চেকার হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে আগামী শনিবার মানববন্ধন ও সমাবেশের ডাক দিয়েছেন কুমিল্লা জেলা পরিবহন বাস মালিক-শ্রমিকরা। মামলায় উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর রাতে ময়নামতি শরীফপুর পয়েন্টে তিশা পরিবহনের একটি বাস থেকে নামিয়ে কয়েকজন শ্রমিক ও সন্ত্রাসীরা চেকার রায়হানকে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। খবর পেয়ে তার স্ত্রী রায়হানকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরদিন তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ১২ নভেম্বর হাসপাতালে মারা যান তিনি। রায়হানের স্ত্রী বলেন, ঢাকার এক গাড়ির মালিকের সঙ্গে কিছুদিন ধরে বিরোধ চলছিল তার স্বামীর। এর জেরে তাকে বাস থেকে নামিয়ে সন্ত্রাসীরা মারধর করে রাস্তার পাশে ফেলে রাখে। আমি এর সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি জানাই। বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, আসামি গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ খবর