শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

আজীবন সম্মাননা পেলেন নঈম নিজাম ইলিয়াস কাঞ্চনসহ পাঁচজন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড

সাংস্কৃতিক প্রতিবেদক

আজীবন সম্মাননা পেলেন নঈম নিজাম ইলিয়াস কাঞ্চনসহ পাঁচজন

সাংবাদিকতায় অবদান রাখার জন্য গতকাল বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের হাতে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ -বাংলাদেশ প্রতিদিন

ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে বর্ণিল আলোর ঝলকানি। মঞ্চের আলোর ঝরনা ধারা উপচে পড়েছিল মিলনায়তনে উপস্থিত তারকাদের মাঝে। এই আলোকিত পরিবেশের আনন্দঘন মুহূর্ত হঠাৎ করেই পরিণত হলো শোকের আবহে। বড় ভাই অভিনেতা মাহমুদ সাজ্জাদের অভিনয়ে আজীবন সম্মাননা (মরণোত্তর) নিতে এসেই শোকে বিহ্বল হয়ে পড়েন তিন ভাই সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও মেজর (অব.) ওয়াহিদ। সঙ্গে ছিলেন প্রয়াত মাহমুদ সাজ্জাদের ছেলে অঞ্জন। মাহমুদ সাজ্জাদের আজীবন সম্মাননা গ্রহণ করতে এসে পরিবারের চার সদস্য আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন গোটা মিলনায়তনে। ছোট ভাই ম. হামিদ স্মৃতিচারণা করেন বড় ভাই মাহমুদ সাজ্জাদের আর বাবার স্মৃতিচারণা করেন  ছেলে অঞ্জন। আর তখনই আনন্দের এই ক্ষণে নেমে আসে শোকের বিষাদ। গতকাল সন্ধ্যায় ঢাকা ক্লাবে এমন দৃশ্যের সৃষ্টি হয়েছিল টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড-২০২১ এর আসরে। ২৭তম এই আসরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজনকে দেওয়া হয় আজীবন সম্মাননা পুরস্কার। অনুষ্ঠানে সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, প্রকৃতিতে মুকিত মজুমদার, সমাজ উন্নয়নে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, শিক্ষায় ড. হামিদা খানম ও অভিনয়ে মাহমুদ সাজ্জাদ।  বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে। অনুষ্ঠানে চিন্ময় মুৎসুদ্দী আহমেদ জামান চৌধুরী স্মৃতি পুরস্কার ও সৈয়দ শামসুল হক স্মৃতি পুরস্কার পেলেন নাট্যজন আতাউর রহমান। সম্মাননাপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া চলচ্চিত্র, টেলিভিশন, নৃত্য, সংগীত ও মঞ্চসহ সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের বিভিন্ন জনকেও এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ চলচ্চিত্র বিশ্বসুন্দরী, শ্রেষ্ঠ পরিচালক চয়নিকা চৌধুরী, শ্রেষ্ঠ অভিনেত্রী পরীমণি, শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম, শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) ইমরান, শ্রেষ্ঠ প্লেব্যাক (নারী) দিলশাদ নাহার কণা। ‘টুঙ্গিপাড়ার মিঞা ভাই’ চলচ্চিত্রের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন প্রযোজক সেলিম খান, পরিচালক শামীম আহমেদ রনি, ইফতেখার চৌধুরী, শাহীন সুমন। টকশো ‘কথায় কথায়’ এর জন্য বিশেষ সম্মাননা পেলেন তাশিক আহমেদ। শ্রেষ্ঠ নাট্যাভিনেতার পুরস্কার পেয়েছেন জাহিদ হাসান, রাশেদ সীমান্ত, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। শ্রেষ্ঠ সংগীতশিল্পী আঁখি আলমগীর ও আসিফ আকবর। শ্রেষ্ঠ মঞ্চনাটক ‘দ্রৌপদী পরম্পরা’, শ্রেষ্ঠ মঞ্চাভিনেতা সেলিম মাহবুব, শ্রেষ্ঠ মঞ্চাভিনেত্রী তনিমা হামিদ, শ্রেষ্ঠ নির্দেশক অধ্যাপক মলয় ভৌমিক।

সর্বশেষ খবর