শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শাহজালালে মিলল স্কচটেপ পেঁচানো দুই কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগে লুকানো দুই কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিলেট থেকে ঢাকা আসেন এম এইচ শিবলী নামে এক যাত্রী। তার সঙ্গে থাকা ব্যাগে স্কচটেপ মোড়ানো অবস্থায় ১৮টি সোনার বার পাওয়া যায়। এসবের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানায়, দুবাই থেকে সিলেট হয়ে ঢাকা আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব সোনা ছিল। ওই ব্যক্তি অভ্যন্তরীণ অ্যারাইভাল হল থেকে বের হয়ে যাওয়ার পরে তাকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিবলী সোনা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে তার লাগেজ স্ক্যানিং করানো হলে ছোট কাগজের ব্যাগে কালো স্কচটেপ মোড়ানো দুটি বান্ডিল পাওয়া যায়। বান্ডিল দুটি খুলে তার মধ্যে ১৮টি  সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ২ কেজি ৯৭ গ্রাম। শুল্ক গোয়েন্দারা জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দুবাই থেকে সিলেটে অবতরণের পর ওই যাত্রী অভ্যন্তরীণ যাত্রী হিসেবে বিমানে উঠেছিলেন। কৌশলে লুকিয়ে শুল্ক ফাঁকি দিয়ে সোনার বারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। জানা গেছে, চলতি ২০২১-২০২২ অর্থবছরে এখন পর্যন্ত ৭৪ দশমিক ৭১ কেজি সোনা জব্দ করেছে সংস্থাটি। যার বাজার মূল্য প্রায় ৫২ কোটি টাকা। ২০২০-২০২১ অর্থবছরে ১৭৪ দশমিক ৪৯ কেজি এবং ২০১৯-২০২০ অর্থবছরে ১৮০ দশমিক ৩৫ কেজি সোনা জব্দ করা হয়। ২০২১-২০২২ অর্থবছরের মোট সোনার অর্ধেক জব্দ হয়েছে অক্টোবর আর নভেম্বর মাসে।

সর্বশেষ খবর