শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে দাম কমলেও স্বস্তি মিলছে না সবজিতে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে দাম কমলেও স্বস্তি মিলছে না সবজিতে

বাজার দর

সপ্তাহের ব্যবধানে বেশ কিছু সবজির দর কিছুটা কমেছে। তবে কমার হার খুবই কম। তাই বাজারে গিয়ে স্বস্তি পাচ্ছেন না কোনো ক্রেতা। কাঁচাবাজারগুলোতে শীতের সবজি উঠতে শুরু করেছে কয়েক সপ্তাহ আগে থেকে। তবে দাম এখনো চড়া। সরবরাহ বাড়লেও পেঁপে ছাড়া কোনো সবজি ৫০ টাকা কেজির নিচে পাওয়া যাচ্ছে না। এদিকে চট্টগ্রামের বাজারে দেখা গেছে কিছুটা ভিন্ন চিত্র। ক্রেতারা বলছেন বেশির ভাগ সবজির দর আগের চেয়ে কিছুটা কমেছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। শিমের পাশাপাশি মুলার দামও কিছুটা কমেছে। আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো ও গাজর। গত সপ্তাহের মতো পাকা টমেটোর কেজি এখন ১৪০ থেকে ১৬০ টাকা। আর গাজর বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। পটোল, বরবটি, ফুলকপি ও বাঁধাকপির দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। পটোলের কেজি ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৫০ থেকে ৭০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপির পিস ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। এ ছাড়া করলা ৬০ থেকে ৮০ টাকা, চিচিঙা ৪০ থেকে ৫০ টাকা, কাঁচকলার হালি ৩০ থেকে ৩৫ টাকা, লাল শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা, মুলা শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা আর পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। কাঁচামরিচ ১০০ থেকে ১৪০ টাকা এবং গোল বেগুনি রঙের বেগুন ৬০ থেকে ১০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৬০ থেকে ১৬৫ টাকা। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে কমেছে ৫ থেকে ১০ টাকা। সোনালি মুরগি ও লাল লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩২০ টাকা। লাল লেয়ার মুরগি কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা।

চট্টগ্রামে উত্তাপ কমছে শীতের সবজিতে : টানা বেশ কিছুদিন ধরেই চট্টগ্রামে বিভিন্ন সবজির দামে একপ্রকার আগুনের মতো উত্তাপ ছিল। ধীরে ধীরে এই উত্তাপ কমে আসছে। নগরীর কাজির দেউরি, বহদ্দারহাট, চকবাজার, ২ নম্বর গেটস্থ কর্ণফুলী মার্কেট ও মুরাদপুরের ফুটপাথের বিভিন্ন সবজির বাজারের ক্রেতারা বর্তমানে কিছু স্বস্তিতে আছেন। শিম, বরবটি, মিষ্টিকুমড়া, ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন শীতের সবজিতে কিছুটা স্বস্তি মিলছে। গতকাল চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজার সূত্রে এসব তথ্য জানা গেছে। অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে প্রতিনিয়ত। অতিরিক্ত দাম না রাখার জন্য খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়মিত মনিটরিং করা হচ্ছে। জানা যায়, গত এক সপ্তাহ আগেও ১০০ টাকায় বিক্রি করা শিম এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ৬০ টাকায় বিক্রি হওয়া ফুলকপি ও বাঁধাকপি ৪৫ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। ১০ টাকা কমে গাজর ৯০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া নতুন আলু ১০০, পুরনো আলু ২০ থেকে ২৫, দেশি পিঁয়াজ ৫৮, ইন্ডিয়ান পিঁয়াজ ৪৮ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। একইভাবে মুলা ৫০, চিচিঙা ৬০, পেঁপে ৩০, চালকুমড়া ৪০, লতি ৬০, মিষ্টিকুমড়া ৪০, কাঁকরোল ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর