শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

দেখা গেল শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ

প্রতিদিন ডেস্ক

দেখা গেল শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ

৫৮০ বছরের মধ্যে গতকাল দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছে বিশ্ব। বাংলাদেশ থেকেও কিছুটা দেখা গেছে এ চন্দ্রগ্রহণ। এটি ছিল বর্তমান শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস না হলেও বিজ্ঞানীরা জানান, গ্রহণের সময় চাঁদের সর্বোচ্চ ৯৭ শতাংশের বেশি ঢাকা পড়ে পৃথিবীর ছায়ায়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মূল চন্দ্রগ্রহণ শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ১টা ১৮ মিনিট ১৮ সেকেন্ডে। তবে ঢাকায় বিকাল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ড থেকে ৬টা ৫ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত দেখা গেছে এ গ্রহণ। ঢাকা বিভাগে বিকাল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টা ৫ মিনিট ৩ সেকেন্ডে। ময়মনসিংহ বিভাগে বিকাল ৫টা ১১ মিনিট ৪৮ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৪৮ সেকেন্ডে। চট্টগ্রাম বিভাগে বিকাল ৫টা ১০ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৩০ সেকেন্ডে। সিলেট  বিভাগে বিকাল ৫টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে শেষ হয় ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ডে। খুলনা বিভাগে বিকাল ৫টা ১৮ মিনিট ৫৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টা ১১ মিনিট ১৬ সেকেন্ডে। বরিশাল বিভাগে বিকাল ৫টা ১৫ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টা ৮ মিনিট ১৮ সেকেন্ডে। রাজশাহী বিভাগে বিকাল ৫টা ১৯ মিনিট ১৮ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিট ৬ সেকেন্ডে। আর রংপুর বিভাগে বিকাল ৫টা ১৪ মিনিট ৪৮ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিটে। আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চন্দ্রগ্রহণের সূচনা ঘটে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১২ সেকেন্ডে। মেক্সিকোর ভেরাক্রুজ শহর থেকে উত্তর-পূর্ব দিকে মেক্সিকো উপসাগর এ সময় থাকে কেন্দ্রীয় গতিপথে। আর প্রচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটে দুপুর ১টা ১৮ মিনিট ১৮ সেকেন্ডে। মেক্সিকোর সুকর্ন দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে এ সময় থাকে কেন্দ্রীয় গতিপথ। মূলত এ সময়ই শুরু হয় মূল চন্দ্রগ্রহণ। নাসার তথ্য জানায়, ৬ ঘণ্টার বেশি সময় ধরে চলেছে এ চন্দ্রগ্রহণ। গত ৫৮০ বছরের মধ্যে এত দীর্ঘ সময় ধরে আর কোনো চন্দ্রগ্রহণ দেখা যায়নি। আর এ ৬ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ গ্রহণের সময় ছিল ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। এ সময় চাঁদ লাল বর্ণ ধারণ করে। নাসা বলছে, এবারের চন্দ্রগ্রহণ সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে উত্তর আমেরিকা অঞ্চলে। এ ছাড়া দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও এশিয়া থেকেও কিছুটা দেখা গেছে এ চন্দ্রগ্রহণ।

সর্বশেষ খবর