রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

আলোচিত দুই নাটকের মঞ্চায়ন

সাংস্কৃতিক প্রতিবেদক

আলোচিত দুই নাটকের মঞ্চায়ন

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন হলো আলোচিত দুই নাটক। একটি লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) প্রযোজিত নাটক ‘কঞ্জুস’ ও অন্যটি ঢাকা থিয়েটার মঞ্চের ‘বহিপীর’। গতকাল সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘কঞ্জুস’ ও পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় ‘বহিপীর’।

ফরাসি নাট্যকার মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে তারিক আনাম খানের রূপান্তরে লোক নাট্যদলের ‘কঞ্জুস’ এর নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। সামাজিক কপটতা, ভন্ডামি, মিথ্যাচার, অহংকার ইত্যাদি বিষয় হাস্যরসাত্মকভাবে নাটকটিতে তুলে ধরা হয়েছে। পুরান ঢাকার কৃপণ হায়দার আলীর ভন্ডামি ও কৃপণতাই নাটকটির মূল উপজীব্য। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন -জিয়াউদ্দিন শিপন, রুবেল শংকর, মাসুদ সুমন, আবু বকর বকশী, ঈশিতা চাকি, খাদিজা মোস্তারি, শাহরিয়ার কামাল, প্রিয়াঙ্কা বিশ্বাস, স্বদেশ রঞ্জন দাশগুপ্ত প্রমুখ।

অন্যদিকে, সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ঢাকা থিয়েটার মঞ্চের ‘বহিপীর’ নাটকটির নির্দেশনায় ছিলেন আফরিন হুদা তোড়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত নাট্যকর্মীরা। সরকারি ছুটির দিন হওয়াতে বিনোদনপিয়াসী নাট্য দর্শকরা এদিন সন্ধ্যায় নাটক দেখতে ছুটে এসেছেন শিল্পকলা একাডেমিতে। দুটি নাটকেই ছিল দর্শকদের আশাব্যঞ্জক উপস্থিতি। তবে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলের ‘বহিপীর’ এর মঞ্চায়নের চেয়ে মূল মিলনায়তনের ‘কঞ্জুস’ নাটকে ছিল তুলনামূলক বেশি ভিড়। বলতে গেলে, ‘কঞ্জুস’ এর মঞ্চায়নে নাটকপ্রিয় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষণীয় ছিল। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে হেমন্তের সন্ধ্যাটি ভরে উঠে নাটকের সৌন্দর্যে। নাটকে প্রাণের সঞ্চার ঘটানোর জন্য কর্মব্যস্ত দিনের তুলনায় ছুটির দিনে দর্শকরা বেশি ছুটে আসেন সেটি প্রমাণ হলো নাটক দুটির মঞ্চায়নে দর্শকদের উপস্থিতিতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর