রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বঙ্গোপসাগর থেকে ২২ জেলেকে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের পূর্ব পাশ থেকে মাছ ধরার সময় চারটি ট্রলারসহ ২২ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। গতকাল সকাল সাড়ে ৯টা ও বেলা ১১টার দিকে বাংলাদেশের জলসীমা থেকে পৃথকভাবে ট্রলারসহ এসব মাঝিমাল্লাকে ধরে নিয়ে যায় তারা।

এ তথ্য নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ। ট্রলার মালিকরা হলেন, সেন্টমার্টিনের মোহাম্মদ আজিম, নুরুল আমিন, হোসেন আহমদ ও মোহাম্মদ  ইউনুস। ট্রলার মালিক নুরুল আমিন বলেন, আমার ট্রলারসহ চারটি ফিশিং ট্রলার আটক করে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী। ওই ট্রলারে ছয়জন মাঝিমাল্লা ছিলেন। মাঝিমাল্লাসহ ট্রলারটি ফিরিয়ে আনার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত মিয়ানমার নৌবাহিনী আমাদের ট্রলারগুলো ধরে নিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয় বলে জানান তিনি। ট্রলার মালিক মো. আজিম জানান, সকালে সেন্টমার্টিনের পূর্ব দিকে এপারে ঢুকে তার মাছ ধরার ট্রলারটি নিয়ে যান মিয়ানমার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ট্রলারে ছয়জন জেলে ছিলেন। এ ছাড়া আরও তিনটি ট্রলার নিয়ে গেছেন। ঘটনাটি বিজিবি ও কোস্ট গার্ডকে জানানো হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, বিষয়টি তিনি অবহিত হয়েছেন। এ বিষয়ে উদ্যোগ নিতে বিজিবি, কোস্টগার্ডকে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর