রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রাজহাঁস মারাকে কেন্দ্র করে লাঠির আঘাতে কৃষক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর উপজেলার নাটিমা গ্রামে একটি রাজহাঁস মেরে ফেলাকে কেন্দ্র করে বিবাদ শুরু হলে এক পক্ষের লাঠির আঘাতে মারা গেছেন কৃষক মফিজ মোল্লা (৪৫)। একই সঙ্গে লাঠির আঘাতে গুরুতর আহত অবস্থায় তার দুই ছেলেসহ তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঘটনার ব্যাপারে নাটিমা গ্রামের ইউপি সদস্য বশির উদ্দিন জানান, নিহত মফিজ মোল্লার প্রতিবেশী কামালের রাজহাঁস মারাকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় মফিজ ও কামালের পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় মফিজ সেখানে বিষয়টি সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। ঠেকাতে গেলে মফিজের             ভাই লাবুকেও মারধর করে তারা। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মফিজের শারীরিক অবস্থার অবনতি হলে যশোরে রেফার্ড করা হয়। যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। স্থানীয় বকস মন্ডল ও মফিজের দুই ছেলে বকুল ও মুকুল লাঠির আঘাতে আহত অবস্থায় এখন যশোর হাসপাতালে ভর্তি রয়েছেন। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনার কথা শুনেছি। তবে কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর