রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

হঠাৎ মাঠে ঢুকে মোস্তাফিজের পায়ে গিয়ে পড়ল দর্শক

ক্রীড়া প্রতিবেদক

হঠাৎ মাঠে ঢুকে মোস্তাফিজের পায়ে গিয়ে পড়ল দর্শক

করোনাভাইরাস পরিস্থিতিতে খেলা চলছে জৈব সুরক্ষা বলয়ে। প্রটোকল মানতে গ্যালারির নিচতলা পুরোপুরি দর্শক শূন্য। তাই নিরাপত্তা কর্মীরাও এখানে থাকেন না। সুযোগটা কাজে লাগিয়ে গতকাল মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এ ঘটনা খুব একটা প্রভাব পড়বে না বলে মনে করছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তার মতে মুস্তাফিজুর রহমানের সঙ্গে ওই দর্শকের সামান্য স্পর্শের ঘটনা ঘটলেও তা কভিড ‘ক্লোজ কন্টাক্ট’ নয়। সফরকারীদের বিপক্ষে ১৪তম ওভারের দ্বিতীয় বলটি করার প্রস্তুতি নিচ্ছিলেন মুস্তাফিজ। এমন সময় হঠাৎ দেখা যায় উত্তর গ্যালারির নিরাপত্তা বেষ্টনি টপকে মাঠে ঢোকার চেষ্টা করছেন রাসেল নামে ১৮ বছরের এক দর্শক। ৫/৬ জন মাঠকর্মী ছুটে যান ঠেকাতে। অ্যাম্পায়ার তানভীর আহমেদও তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। পারেননি। মাটিতে মাথা দিয়ে মুস্তাফিজের পা ছুঁয়ে সেজদার মতো ভঙ্গি করেন। মুস্তাফিজ তার মাথায় হাত বুলিয়ে দেন। এরপর নিরাপত্তা কর্মীরা দর্শকটিকে গ্যালারিতে নিয়ে যান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর