শিরোনাম
সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মেক্সিকোতে ট্রাকের পেছনে লুকানো ৩৭ বাংলাদেশি

প্রতিদিন ডেস্ক

মেক্সিকোতে ট্রাকের পেছনে লুকানো ৩৭ বাংলাদেশি

মেক্সিকোর উত্তরাঞ্চলে দুটি ট্রাকের পেছনে লুকানো অবস্থায় ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে পাওয়া গেছে। ১২টি দেশের এই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি রয়েছেন। রয়টার্স

স্থানীয় সময় গত শুক্রবার এই অভিবাসনপ্রত্যাশীদের পাওয়া যায় বলে গত শনিবার জানায় মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম)। তথ্যানুযায়ী, মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে দুটি ট্রাকের পেছনে লুকানো অবস্থায় যাদের পাওয়া গেছে তাদের বেশির ভাগই প্রতিবেশী গুয়াতেমালার অধিবাসী। তাদের সংখ্যা ৪০১। বাকি অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে হন্ডুরাসের ৫৩ জন, ডমিনিকান রিপাবলিকের ৪০ জন, বাংলাদেশের ৩৭ জন, নিকারাগুয়ার ২৭ জন, এল সালভাদরের ১৮ জন ও কিউবার আটজন। এ ছাড়াও ঘানার ছয়জন,  ভেনেজুয়েলার চারজন, ইকুয়েডরের চারজন, ভারতের একজন ও ক্যামেরনের একজনকে ট্রাকের পেছনে লুকানো অবস্থায় পাওয়া যায়। আইএনএম জানায়, যেসব অভিবাসনপ্রত্যাশীকে পাওয়া গেছে তাদের মধ্যে ৪৫৫ জন পুরুষ ও ১৪৫ জন নারী। অভিবাসনপ্রত্যাশীদের আপাতত আটক করা হয়েছে। এখন হয় তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে, নয়তো তাদের মেক্সিকোতে থাকার সুযোগ  দেওয়া হবে। প্রসঙ্গত, বিভিন্ন সময় বিশ্বের নানান দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীদের মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করতে দেখা গেছে। এই অভিবাসনপ্রত্যাশীরা বলেছেন, তারা নিজ দেশে দারিদ্র্য বা সহিংসতা থেকে বাঁচতে এই পথ বেছে নিয়েছেন।

সর্বশেষ খবর