সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পোশাককর্মী দুই নারী নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিক দুই নারী নিহত হয়েছেন। গতকাল ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলরুটের আড়িখোলা স্টেশন সংলগ্ন খঞ্জনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গাজীপুরের কালীগঞ্জ থানাধীন ভাদগাতী এলাকার কবির হোসেনের স্ত্রী জেসমিন (৪২) ও একই থানার বড়নগর এলাকার কামরুলের স্ত্রী শাহীনুর (২৫)। তারা দুজনই স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমায়দুল জিহাদী ও স্থানীয়রা বলেন, গতকাল সকালে রেললাইন দিয়ে হেঁটে কারখানায় যাচ্ছিলেন ওই দুই পোশাক কর্মী। সকাল সোয়া ৭টার দিকে তারা ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলরুটের আড়িখোলা  স্টেশন সংলগ্ন খঞ্জনা এলাকায় পৌঁছেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেন এক লাইন দিয়ে চট্টগ্রামের দিকে এবং একই সময়ে অন্য লাইন দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনটি ঢাকা যাচ্ছিল। দুই দিক থেকে দুই ট্রেন আসতে দেখে ওই দুই নারী আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে গিয়ে একজন সুরমা ট্রেনের নিচে কাটা পড়েন এবং আরেকজন অন্য ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। স্বজনরা নিহতদের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ না পেয়ে ফিরে যায়। কালীগঞ্জের আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী  স্টেশন মাস্টার সাইদুল ইসলাম বলেন, সকাল ৭টা ২৫ মিনিটে এক সঙ্গে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন আড়িখোলা স্টেশন এলাকা অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে ওই দুই ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর