সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নাটোরে কলেজ ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ

নাটোর প্রতিনিধি

নাটোরে কলেজ ছাত্রীর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আহত ওই ছাত্রী নাটোর সদরে দত্তপাড়ার নকশী খাতুন (ছদ্মনাম)। নকশী রাজশাহী সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। এবছর এইচএসসি পরীক্ষায় বসার কথা রয়েছে তার।

আহতের মা জানান, গতকাল সন্ধ্যায় নকশী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। বাড়ির কাছেই দুর্বৃত্তরা তার মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। নকশী চিৎকার করতে করতে বাড়ি ঢোকে বলে তাকে অ্যাসিড ছুড়েছে। এর পরে নকশীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখান থেকে চিকিৎসক তাকে রামেক হাসপাতালে রেফার্ড করে। রামেক হাসপাতালের মেডিকেল অফিসার (ইএমও) আবদুল কাদির জানান, মেয়েটির পুরো মুখ ঝলসে গেছে। অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটে ভর্তি নেওয়া হয়েছে। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর