মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

২৬৪ জনের করোনা শনাক্ত মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৫৫-তে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২-তে। গতকাল স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪১১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত দুজনই নারী। একজন ঢাকার, একজন চট্টগ্রামের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত এক সপ্তাহে দেশে মোট ১ হাজার ৫৮৭ জন কভিড আক্রান্ত শনাক্ত হয়েছেন, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৪৮৮। অর্থাৎ এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। আর গত সাত দিনে মারা গেছেন আরও ৩১ জন, আগের সপ্তাহে কভিডে মৃতের সংখ্যা ছিল ২৭। অর্থাৎ এক সপ্তাহে কভিডে মৃতের সংখ্যা ১৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এ ৩১ জনের মধ্যে ১৬ জনেরই কোনো না কোনো ধরনের দুরারোগ্য অসংক্রামক ব্যাধি বা কোমরবিডিটি ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ৭০ দশমিক ৬ শতাংশ ডায়াবেটিসে, ৬৪ দশমিক ৭ শতাংশ উচ্চ রক্তচাপে এবং ৪১ দশমিক ২ শতাংশ হৃদরোগে ভুগছিলেন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২-তে। তার মধ্যে ২৭ হাজার ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৩৩৯ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।

সর্বশেষ খবর