বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ওমরাহ পালনে বয়স বেঁধে দেওয়ার খবরে উদ্বেগ

হাব সভাপতি জানান তথ্য সঠিক নয় যে কোনো বয়সীরা যেতে পারবেন

শফিকুল ইসলাম সোহাগ

‘পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সীরা ওমরাহ পালনে যেতে পারবেন।’ দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ শুক্রবার এ তথ্যটি প্রকাশ করে। ওই সংবাদমাধ্যমের বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোয়ও তথ্যটি প্রচার করা হয়। গণমাধ্যম থেকে এমন তথ্য জানার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওমরাহ যাত্রীরা। তারা বলছেন, এমনটি হলে যারা ছেলেমেয়ে নিয়ে সপরিবারে ওমরাহ করতে চান কিংবা পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি, যাদের সংখ্যা বেশি, তার অধিকাংশই বাদ পড়বেন। এদিকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলছে, কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সীরা পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যেতে পারবেন, এ খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। সৌদি সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘১৮ থেকে ৫০ বছর বয়সীরাই কেবল ওমরাহ করতে পারবেন গণমাধ্যমে এমন তথ্য আসার পর সৌদি আরবে সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা  জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ এ ধরনের কোনো সিদ্ধান্ত নেননি।’ গতকাল ওমরাহ পালনের জন্য তিনি অনেকের প্রক্রিয়া সম্পন্ন করেছেন যাদের বয়স ষাট বছরের বেশি। তিনি জানান, গণমাধ্যমে নির্দিষ্ট বয়সের বিষয়টি প্রকাশিত হওয়ায় অনেক ওমরাহ যাত্রী তাদের কাছে উদ্বেগের কথা জানাচ্ছেন। বয়সসীমার বিষয়টি সঠিক নয় জানিয়ে শিগগিরই হাবের পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হবে। এ বিষয়ে গোল্ডেন বেঙ্গল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী ও হাবের সাবেক সিনিয়র সহসভাপতি ফরিদ আহমদ মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ওমরাহ করার ক্ষেত্রে বয়সসীমার সংবাদে যাত্রীদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এমন সংবাদ প্রচার হওয়ার পরও আমরা ১৮ বছরের নিচে এবং ৫০ বছরের বেশি বয়সী অনেককে ওমরাহ করার জন্য সৌদি আরবে পাঠিয়েছি। এ নিয়ে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। যেহেতু এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সেজন্য হাব বা ধর্ম মন্ত্রণালয় থেকে একটি স্টেটমেন্ট গণমাধ্যমে আসা উচিত।’ হজ এজেন্সিগুলো জানিয়েছে, বাংলাদেশের অধিকাংশ মুসলমানই সাধারণত হজ বা ওমরাহ পালনের কথা চিন্তা করেন বয়স ৫০ পার হওয়ার পর। গড়ে ষাটে এসে হজ বা ওমরাহ করার সিদ্ধান্ত নেন বেশির ভাগ ব্যক্তি। সৌদি আরব যদি বয়স ১৮ থেকে ৫০ বছরে বেঁধে দেয় তাহলে অধিকাংশই ওমরাহ করতে যেতে পারবেন না। হজ এজেন্সিগুলোর কাছে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ওমরাহ করার ক্ষেত্রে বয়সসীমার বিষয়ে জানতে চাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর