বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

কৃষক লীগ নেতাকে চুড়ি পরিয়ে দিলেন আওয়ামী লীগ নেতা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ইউপি নির্বাচনে কচুয়া সদর ইউনিয়নে পরাজিত সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থী সেলিনা বেগমের সমর্থক ওয়ার্ড কৃষক লীগের সভাপতি শেখ মোশারেফ হোসেনের হাতে জোর করে চুড়ি পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে- উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক বালী শোকরানা রব্বানি আজাদ ওরফে আজাদ বালি ও তার সমর্থকরা এই কান্ড ঘটিয়েছেন সোমবার বিকালে মোশারেফের গ্রামের বাড়িতে গিয়ে।      মোশারেফ হোসেন গতকাল দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনাকালে কান্নায় ভেঙে পড়েন এবং জড়িতদের বিচার ও জীবনের নিরাপত্তা বিধানের দাবি জানান। লিখিত বক্তব্যে মোশারেফ বলেন, ২০ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১, ২, ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী সেলিনা বেগমের কর্মী। সেলিনা নির্বাচনে হেরে যাওয়ার পর বিজয়ী প্রার্থী মোহিনি বেগমের পক্ষে আজাদ বালি ও তার সমর্থকরা তাকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকে। ২২ নভেম্বর বিকালে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক বালী শোকরানা তার সমর্থক ইকতিয়ার হোসেন, শহিদুল শেখসহ ১৫/২০ জন নিয়ে আমার বাড়িতে ঢুকে পড়েন। স্ত্রী ও পুত্রবধূসহ পরিবারের অন্য সদস্যদের সামনে জোর করে ইকতিয়ার হোসেন তখন মোশারেফের হাতে চুড়ি পরিয়ে দেন। মোশারেফ বলেন, ঘটনা জানাজানি হলে গ্রামের লোকজন চুড়ি পরা লোক দেখতে আমার বাড়িতে ভিড় করে। ৭১ বছর বয়স আমার, এই অপমান সহ্য করে কীভাবে গ্রামে বাস করব? আরও বলেন, শুধু আমাকে অপমান করা নয়, গতকাল আজাদ বালি ও তার লোকজন গ্রামের সাহাপাড়া এলাকার খোকন সাহা, পলাশী রানী সাহা ও সুশান্তকে মারধর করেছে। তাদের অপরাধ তারা পরাজিত প্রার্থী সেলিনা বেগমের সমর্থক। এ বিষয়ে আজাদ বালী বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা তার নির্দেশে ঘটেনি। আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই নাটক সাজানো হয়েছে। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে আমি দোষীদের শাস্তির দাবি করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর