শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

১৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কেন্দ্রীয় খাদ্য গুদামে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

১৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কেন্দ্রীয় খাদ্য গুদামে দুদকের অভিযান

খাদ্য অধিদফতরের কর্তৃপক্ষের বিরুদ্ধে টেন্ডার শিডিউল অনুযায়ী চালের বস্তা ক্রয় না করে নিম্নমানের বস্তা এবং প্রতি বস্তায় অধিক পরিমাণ খাদ্যশস্য লোড করে প্রায় ১৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল তেজগাঁওয়ে কেন্দ্রীয় খাদ্য গুদামে এই অভিযান পরিচালনা করে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বায়েজিদুর রহমানের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম। দুদক সূত্র জানায়, এনফোর্সমেন্ট টিম অভিযোগ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। এ সময় কেন্দ্রীয় খাদ্য গুদামে রাখা বস্তার মাপ ও ওজন করা হয় এবং এ সংক্রান্ত টেন্ডার ডকুমেন্টসহ অন্যান্য নথিপত্র সংগ্রহ করেন। হাতে পাওয়া নথিপত্র ও তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে মাঠপর্যায়ে বিভিন্ন সাইলো ও গুদামে অনুসন্ধানের সুপারিশসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম। পরে দুদক টিম খাদ্য ভবনও পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। অভিযানের বিষয়টি জানিয়ে সহকারী পরিচালক (জনসংযোগ) শফি উল্লাহ বলেন, খাদ্য অধিদফতরের কর্তৃপক্ষের বিরুদ্ধে টেন্ডার শিডিউল অনুযায়ী চালের বস্তা না কিনে নিম্নমানের বস্তা ব্যবহার এবং প্রতি বস্তায় অধিক পরিমাণ খাদ্যশস্য লোড করে প্রায় ১৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছিল। অভিযোগ খতিয়ে দেখতে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে। এ ছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৪টি দফতরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে চিঠি পাঠানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর